• আপডেট টাইম : 14/02/2021 03:14 AM
  • 473 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com


উত্তরাখন্ড বিপর্যয়ের পর ষষ্ঠ দিনে শনিবার ১৩ফেব্রুয়ারি ভোরে তপোবন-বিষ্ণুগড় টানেলে আটকে পড়া শ্রমিকদের অন্তত কিছুটা কাছে পৌছালো উদ্ধারকারী দল। তবে আটক ৩৪ শ্রমিক জীবিত কিনা সেই সম্পর্কে কোনো তথ্য এখনও পাওয়া সম্ভব হয়নি। কারণ, সমান্তরাল যে টানেলটি দিয়ে আটক শ্রমিকদের কাছাকাছি পৌঁছানো গেছে তাতে গহ্বর সৃষ্টি করেও এখনও পাশের টানেলে ক্যামেরা পাঠানো সম্ভব হয়নি। শনিবার শক্তিশালী ড্রিলিং মেশিন দিয়ে গহ্বর আরো বড় করার চেষ্টা করা হবে। উদ্ধারকারী সেনাদল, ইন্দো টিবেট পুলিশ ফোর্স ও জাতীয় বিপর্যয় প্রতিরোধকারী দলের সদস্যদের মুখে হাসি ফুটেছে একটাই কারণে। যেখানে গহ্বর সৃষ্টি করা সম্ভব হয়েছে সেখানে এক ফোঁটা পানিও পাওয়া যায়নি। এর ফলে শ্রমিকদের জলের তোড়ে ভেসে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। রোববার তপোবন-বিষ্ণুগড় টানেলে হাইড্রো পাওয়ার প্রজেক্টের জন্যে নির্মিত টানেলে কাজ করার সময় ভয়াবহ তুষার ধস নামে এবং হড়পা বানে ঋষিগঙ্গা ও ধৌলিগঙ্গার জল ঢুকে পড়ে টানেলে।
শনিবার বিকেলের দিকে ব্রেক থ্রু এর সম্ভাবনা আছে মনে করছে উদ্ধারকারীরা।
সুত্র .মানবজমিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...