• আপডেট টাইম : 26/01/2021 01:02 AM
  • 499 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

চীনের শ্যানডং প্রদেশের হুশান স্বর্ণখনিতে আটকা পড়া নয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ২৫ জানুয়ারি তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রবিবার ২৪ জানুয়ারি ১১ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। গত ১০ জানুয়ারি হুশান স্বর্ণের খনিতে বিস্ফোরণের পর ২২ জন শ্রমিক সেখানে আটকা পড়েন । এই ঘটনার পর এখনো ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

শ্রমিকদের মরদেহ উদ্ধার করার পর একটি সংবাদ সম্মেলনে চীনের ইয়ান্তাই শহরের মেয়র চেন ফেই সংবাদ সম্মেলনে বলেন, রবিবার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত উদ্ধারকারী কর্মীরা একটানা উদ্ধার কাজ চালিয়ে গেছেন। তারা আরো নয়জনকে উদ্ধার করতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যবশত তারা সবাই মৃত।

সুত্র .ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...