• আপডেট টাইম : 20/01/2021 03:10 AM
  • 517 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু না ফেরার দেশে চলে গেলেন। আজ মঙ্গলবার১৯ জানুয়ারি সকাল ৬টা ৪৫মিনিটে রাজধানী ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই অভিনেতা আতাউর রহমান।

বিটিভিতে প্রচারিত ‘সংশপ্তক’ নাটকে বড় মালু চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন মজিবুর রহমান দিলু। অনেকে তাকে বড় মালু নামেই চেনেন।

তার উল্লেখযোগ্য মঞ্চনাটকগুলোর মধ্যে রয়েছে, ‘আমি গাধা বলছি’, ‘নানা রঙ্গের দিনগুলি’, ‘জনতার রঙ্গশালা’, ‘নীল পানিয়া’, ‘আরেক ফাল্গুন’, ‘ওমা কী তামাশা’ প্রভৃতি। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় নাটক ‘তথাপি’, ‘সময় অসময়’ ও ‘সংশপ্তক’–এ অভিনয়ের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন এই গুণী অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...