• আপডেট টাইম : 15/01/2021 04:27 AM
  • 514 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

মুজিব শতবর্ষে মৈত্রী সাইকেল র‌্যালীর অনুষ্ঠানে বিজিবি অংশ নিয়ে বিএসএফ সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়েছেন । বৃহস্পতিবার ১৪ জানুয়ারী বেলা ১১টায় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী সীমান্তে বিএসএফ’র মৈত্রী সাইকেল র‌্যালীর অনুষ্ঠানে বিজিবি সদস্যরা অংশ নেন। এসময় বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন, ১৪১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্ট অধিনায়ক এন এস রাওতুলা ও এসডিপওি ফারুক আহমেদ চৌধুরী এবং বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুস সবুর সহ ১২জন বিজিবি সদস্য। ‘দীর্ঘজীবী হোক ভারত-বাংলাদেশ বন্ধুত্ব, দীর্ঘজীবী হোক বিএসএফ-বিজিবি বন্ধুত্ব’ এমন ¯েøাগানে গত ১০ জানুয়ারী ভারতের ক্যাম্প সিলকোর মিজোরামে মুজিব শতবর্ষ মৈত্রী সাইকেল র‌্যালির উদ্বোধন করা হয়। ২০জন বিএসএফ সদস্য এই সাইকেল র‌্যালিতে অংশ নিচ্ছেন। প্রতিদিন তারা ১০০ কি. মি. সাইকেল র‌্যালী করে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকীতে এ র‌্যালী শেষ করবেন। ৮৫/১০(আর) সীমান্ত পিলার সংলগ্ন জলঙ্গী বিএসএফ ক্যাম্পের পাশে ‘মুজিব শতবর্ষ’ মৈত্রী সাইকেল র‌্যালীর অনুষ্ঠানে ১৪১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্ট অধিনায়ক এন এস রাওতুলা উপস্থিত সকলকে ধন্যাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...