• আপডেট টাইম : 19/12/2020 01:19 AM
  • 1205 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

দেশে বন্ধ হয়ে যাওয়া পাটকল ও চিনিকল চালুসহ এসব কলে পুনরায় উৎপাদনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবা  র ১৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা লিখিত বক্তব্যে বলেন, সরকার একের পর এক দেশের কৃষিভিত্তিক ভারী শিল্পগুলো বন্ধ করে দিচ্ছে। রাষ্ট্রীয় পাটকলের পর এবার চিনিকল বন্ধের ফরমান জারি করা হলো। এজন্য পরিকল্পিতভাবে প্রথমে এগুলোকে দুর্বল করা হয়েছে। এরপর চিনিকল শ্রমিক ও আখ চাষীদের ওপর লোকসানের দায় চাপানো হয়েছে।


সমাবেশে বক্তারা বলেন, ৩ ডিসেম্বর থেকে ছয়টি চিনিকলের উৎপাদন বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। এর ফলে চিনিকলগুলোতে কর্মরত ২ হাজার ৮৮৪ জন শ্রমিক-কর্মচারী কাজ হারিয়ে বেকার হবেন। সরকার নাগরিকদের জন্য নতুন কাজের সংস্থান না করে করোনাকালে শ্রমিক বেকার করার অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় সংগঠনটির নেতাকর্মীরা চিনি ও পাটকলের শ্রমিকসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে কঠোর আন্দোলনের আহ্বান জানান।


সমাবেশে সংগঠনটির সভাপতি রাজেকুজ্জামান রতনের সভাপতিত্বে আবু নাঈম খান বিপ্লব, সেলিম মাহমুদ ও রতন মিয়া প্রমুখ বক্তব্য দেন। পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...