• আপডেট টাইম : 18/12/2020 12:55 AM
  • 508 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

অভিনেতা আবদুল কাদের ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার রক্তে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।

কয়েক মাস ধরে অসুস্থ থাকায় আব্দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় তা আটকে যায়। পরে ৮ ডিসেম্বর তাকে চেন্নাইয়ের ভেলোরে নেওয়া হয়েছে।

জেমি বলেন, ‘তার রক্তের হিমোগ্লোবিন কমে যাচ্ছে। শারীরিকভাবে খুব দুর্বল হওয়ায় আইসিইউতে নেওয়ার ঝুঁকি নেননি চিকিৎসকরা’। পরিস্থিতি একটু উন্নতি ঘটলেই দেশে এনে চিকিৎসা করানো হবে তার। তার জন্য সবার কাছে দোয়া চাইছি।

১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পান তিনি। অভিনয় ক্যারিয়ারে কয়েকশ’ টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বেশিরভাগ হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...