• আপডেট টাইম : 12/12/2020 02:07 AM
  • 469 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com


১১ ডিসেম্বর কুষ্টিয়া পাকহানাদার মুক্ত দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে সকাল ৯ টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বেদিতে পুষ্পস্তবক অর্পনে মাধ্যমে দিবসটির শুভ সুচনা করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।

পরে ২৬ জন বীর মুক্তিযোদ্ধার নাম ফলক উন্মোচন এবং সংবর্ধনা প্রদান দেওয়া হয়।
পৌর কাউন্সিলর শাহ জালালের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল ইসলাম টুকু।

বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন এবং সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল হক, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান ডাবলু ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশা।
বীর মুক্তিযোদ্ধার সন্তান রাশিদুজ্জামান খান টুটুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল ভাদু ও রবিউল হক। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট ও উত্তরীয় প্রদানের মধ্যদিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...