কুষ্টিয়া জেলা পুজা উদযাপন পরিষদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৪ ডিসম্বর দুপুরে শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে বর্নাঢ্য আয়োজনে এ সম্মেলন হয়।
জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি।
অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রিয় সহ-সভাপতি জে এল ভৌমিক। বক্তব্য রাখেন কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং জাতীয় ও উদ্বোধানী সংগীত পরিবেশন করা হয়। সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।