• আপডেট টাইম : 15/11/2020 04:23 AM
  • 601 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com


জনপ্রিয় টিভি তারকা এবং এক সময়ের নিয়মিত মঞ্চকর্মী আফসানা মিমি এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হলেন। তাকে তিন বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আফসানা মিমি জানান, গত ১১ নভেম্বর তার চুক্তির কাজটি সম্পন্ন হয়।

নব্বই দশকে মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু আফসানা মিমির। দেশ সেরা নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন তিনি। এই দলের হয়ে নিয়মিত অনেক বছর সফলতার সঙ্গে কাজ করেছেন।

আফসানা মিমি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘নাটক করেই একটি জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিলাম। আমার সমস্ত ভাবনায় নাটকের উন্নয়ন। কাজেই এই নিয়োগে সরকারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি ভীষণ খুশি।’

উল্লেখ্য, আফসানা মিমি মঞ্চ-টেলিভিশন ও সিনেমার অভিনয় শিল্পী হলেও গেল কয়েক বছর ধরে কেবল নাটক পরিচালনায়ই বেশি সময় দিচ্ছেন। একটার পর একটা ধারাবাহিক নাটক পরিচালনা করে দর্শকশিল্পকলা একাডেমির পরিচালক হলেন আফসানা মিমি

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...