• আপডেট টাইম : 13/11/2020 11:19 PM
  • 581 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com


বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গণনায় দীর্ঘসূত্রিতার বিষয়টি তুলে ধরে বলেন নির্বাচন সম্পর্কে বাংলাদেশের কাছ থেকে দেশটির অনেক কিছু শেখার আছে।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গণনায় দীর্ঘসূত্রিতার বিষয়টি তুলে ধরে বলেন নির্বাচন সম্পর্কে বাংলাদেশের কাছ থেকে দেশটির অনেক কিছু শেখার আছে।

বৃহস্পতিবার রাজধানী ঢাকার ১৮ নম্বর নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত উপ নির্বাচনে নিজের ভোট প্রদান শেষে নূরুল হুদা সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করে বলেন যুক্তরাষ্ট্রে যেখানে ভোট গণনা করতে ৪-৫ দিন সময় লাগে সেখানে বাংলাদেশে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর মাধ্যমে ৪-৫ মিনিট থেকে ১০ মিনিটের মধ্যে ভোট গণনা করে তা কেন্দ্রে কেন্দ্রে ঘোষণা করে দেয়া হয়। তিনি অবশ্য বলেছেন যুক্তরাষ্ট্রের কাছ থেকেও বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।

এদিকে, ঢাকার দুইটি নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার উপ নির্বাচন চলা কালে দুপুরের দিকে দুর্বৃত্তরা মাত্র এক ঘণ্টার ব্যাবধানে নগরীর গুলিস্তান, মতিঝিল, শাহবাগসহ বিভিন্ন এলাকায় অন্তত ৬ টি যাত্রিবাহি বাসে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরানোর পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। বাসে আগুন দেয়ার ঘটনার পর শহরের নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি ঘিরে ফেলে পুলিশ ও মোতায়েন করা হয় ওয়াটার ক্যানন ও এপিসি। এছাড়াও পুলিশ কার্যালয়টির সামনে ও ভেতর থেকে বিএনপির অন্তত ১০ জন নেতাকর্মীকে আটক করে। তবে এ সকল আগুনের ঘটনায় হতা হতের কোন খবর পাওয়া যায় নাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...