• আপডেট টাইম : 05/11/2020 02:47 AM
  • 662 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

ফ্রান্স বিরোধী বাংলাদেশে যে বিক্ষোভ হয়েছে তা মুসলমান হিসাবে তা স্বাভাবিক ঘটনা। তবে ফ্রান্সের দুতাবাস বন্ধের দাবি একটু বাড়াবাড়ি ছিল। তবে তা দেখে ফ্রান্সের একজন এমপি বাংলাদেশের পণ্য ব্যবহার বন্ধের আহবান জানাবে আর সেখানকার মানুষ ব্যবহার বন্ধ হয়ে যাবে- এমন প্রত্যাশা করেন না বলে মনে করেন নীট তৈরি প্রস্তত ও রপ্তানি কারক সমিতি (বিকেএমইএ) সিনিয়র সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, মোহাম্মদ (স.) সম্পর্কে কটুক্তির প্রতিবাদ করা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব। এ প্রতিবাদ বিশ্বজুড়ে হচ্ছে। আর তাই বলে একজন এমপি প্রতিবাদকারী দেশের পণ্য বর্জনের ডাক দেবে মানুষ তা অনুসরণ শুরু করে দেবে; এর প্রেক্ষিতে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি আঘাত আসবে এমন হওয়ার কোন সম্ভাবনা নেই। কারণ মহানবী (স.) সম্পর্কে ফ্রান্সের প্রেসিডেন্টর কটুক্তি করবে-এটা কাম্য ছিল না। পাশাপাশি বাংলাদেশের পণ্য বর্জনের আহবানের মধ্যে দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের ন্যায় ইইউ-তে ফ্রান্সের এমপি আরেক ভুল করেছেন।
মোহাম্মদ হাতেম বলেন, বাংলাদেশে যা হয়েছে পুরোপুরি বেসরকারী পর্যায়ে। একটি ধর্মীয় সংগঠনের আহবানে এ বিক্ষোভ মিছিল হলেও অংশ গ্রহণ করেছে নবীপ্রিয় সকল শ্রেনী-পেশার সাধারণ মানুষ। এটা সরকারের অবস্থান নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...