• আপডেট টাইম : 02/11/2020 01:39 PM
  • 629 বার পঠিত
লাশের কফিনের পাশের স্বজনের আহাজারি
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

বিদেশে বাংলাদেশি কর্মীদের মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। যার একটি উল্লেখযোগ্যসংখ্যক নারী কর্মী। তাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত ছিলেন। চলতি বছরের প্রথম ৯ মাসে ওইসব দেশ থেকে লাশ হয়ে ফিরেছেন ৬৩ নারী। আর গত সাড়ে ৪ বছরে দেশে এসেছে ৪৭৩ জন নারীর লাশ। তবে এ সংখ্যার বাইরেও বিভিন্ন দেশে স্থানীয়ভাবে অনেকের লাশ দাফন করা হয়েছে। প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে এ তথ্য জানা গেছে।


গত ৯ মাসে যে ৬৩ নারী লাশ হয়ে ফিরেছেন, তাদের মধ্যে তিনজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। পাঁচজন মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। চারজন স্ট্রোকে আর দুর্ঘটনায় মারা গেছে তিনজন। এছাড়া ১৪ জন আত্মহত্যা করেছেন, যার মধ্যে আটজনই সৌদি আরবে কর্মরত ছিলেন।

সৌদি আরবে আত্মহত্যা করা নারী শ্রমিকরা হলেন নাছিমা বেগম (২৬), আফিয়া বেগম (৩৮), তাসলিমা বেগম (২৭), খাদিজা (৩৯), সাফিয়া (৩১), হেলেনা (২৯), মমতাজ (৩৪), নাসরিন (৩১) ও রেখা (৪০)। তারা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা ছিলেন। তবে এসব মৃত্যু নিয়ে প্রশ্ন রয়েছে। অনেকের মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দিলেও শরীরে রয়েছেন নির্যাতনের ক্ষতচিহ্ন।

সূত্র খোলা কাগজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...