• আপডেট টাইম : 27/10/2020 04:51 PM
  • 534 বার পঠিত
স্বামী হিসেবে যে কাজগুলো করা যাবে না
  • 1
  • sramikawaz.com

বিয়ের পর ছেলেদেরও জীবনযাপন পাল্টে যায়। চেনা ছকে চলা গতিতে টান পড়ে। পুরোনো পৃথিবীতে এ যেন নতুন এক জীবন। ব্যাচেলর থেকে বিবাহিত হওয়ার পর এমন অনেক অভ্যাস থাকে, যা ত্যাগ করা জরুরি। তাতে স্ত্রীর সঙ্গে নিজের বোঝাপড়া আরও পোক্ত হয়। নতুন সংসার ভালোবাসায় ভরপুর রাখা সহজ হয়। ফ্যামিলি লাইফ ডটকম-এর এক নিবন্ধে সে বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে:

 

১. সারাক্ষণ স্ত্রীর পেছনে লাগবেন না। বিনা কারণে এটা-সেটা নিয়ে তাকে দোষারোপ না করে ভালোবাসুন।

২. আপনার স্ত্রী যদি গৃহিণী হয়ে থাকেন তবে অবশ্যই তাঁর কাজকে খাটো করে দেখবেন না। আপনি হয়তো অফিস বা ব্যবসা থেকে ফিরছেন, সারা দিন তিনিও বাসার নানা কাজ সামলাচ্ছেন। নিজের কাজের সঙ্গে মিলিয়ে তাঁর কাজকে খাটো করে দেখা যাবে না।

৩. বাসায় ফিরে আপনি হয়তো টিভি দেখতে বসলেন। স্ত্রী যদি এমন সময় আপনাকে কোনো কথা বলেন, সেটা মনোযোগ দিয়ে শুনুন। টিভি দেখতে দেখতে ‘হ্যাঁ শুনছি’ টাইপ উত্তর দিলে আপনার স্ত্রীর মেজাজ খারাপ হতে পারে। আগে তাঁর কথাটা শুনুন, এরপর টিভি দেখুন।

৪. নিয়মিত অতিরিক্ত কাজ করা থেকে নিজেকে বের করে আনুন। পরিবার এবং কাজের মধ্যে একটা সুন্দর ভারসাম্য রেখে জীবন যাপন করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...