• আপডেট টাইম : 27/10/2020 03:29 PM
  • 590 বার পঠিত
সিএসপি ফেলোশিপের আবেদন চেয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস
  • 1
  • sramikawaz.com

২০২১-২২ সালের কমিউনিটি সলিউশন প্রোগ্রাম (সিএসপি) ফেলোশিপের জন্য আবেদনপত্র চেয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। সিএসপি যুক্তরাষ্ট্রে চার মাস অবস্থানসহ বছরব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়নসংক্রান্ত ফেলোশিপ। এ ফেলোশিপের আবেদনের শেষ তারিখ ২৮ অক্টোবর। বয়স ২৫ থেকে ৩৮ হলে, স্বেচ্ছাসেবী হিসেবে সমাজভিত্তিক উন্নয়নকাজে অভিজ্ঞতা দুই বছর থাকলে এবং ইংরেজিতে কথা বলা ও লেখার উচ্চ দক্ষতা থাকলে আবেদন করা যাবে। তবে আরও কিছু যোগ্যতা থাকতে হবে আবেদনকারীর। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিএসপি হলো নিজ নিজ জনসমাজের জটিল অর্থনৈতিক, পরিবেশগত, রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মরত সামাজিক নেতৃবৃন্দের জন্য বছরব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়ন কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রে একটি সমাজভিত্তিক প্রতিষ্ঠান, সরকারি দপ্তর বা আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে চার মাসব্যাপী ফেলোশিপ। এ ফেলোশিপ হলো যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা অর্জনের আগে, চলাকালে ও পরে কমিউনিটি লিডারশিপ ইনস্টিটিউট থেকে সশরীরে ও অনলাইনে সিএসপি ফেলোর প্রয়োজনানুযায়ী প্রণীত শিখন ও পাঠ গ্রহণের ব্যবস্থা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...