• আপডেট টাইম : 26/07/2024 04:01 AM
  • 279 বার পঠিত
  • আল কামরান
  • sramikawaz.com

দেশ স্বাধীনের পর ছাত্রদের বৃহত্তর বৈষম্য বিরোধী আন্দোলনে পুরো দেশ এখন স্থবির। ছাত্রদের আন্দোলন চলাকালীন ক্ষতিগ্রস্ত দিনমজুর ও হতাহত শ্রমজীবীদের পক্ষে বলার কি কেউ আছে? তাদের কথা কি মিডিয়ায় আসবে? ছাত্র পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে কতজন দিন মজুর ও শ্রমিক মারা গেছেন তার তালিকা কে করবে আর কে তাদের দায়ভার নেবে ?  এই প্রশ্ন গুলোর উত্তর পাওয়ার আশা করা এখন আকাশ কুসুম স্বপ্ন। ইন্টারনেট বন্ধ। ইন্টারনেট পরে সংক্ষিপ্ত পরিসরে চালু হয়। এখনো কারফিউ চলমান। এমন একটা পরিস্থিতির সৃষ্টি কিভাবে হলো আর কেন হলো?

সুশৃঙ্খল বিশ্ববিদ্যালয় এরিয়ায় চলছিলো কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে হটাৎ করেই সরকার দলীয় ছাত্র সংগঠনের হামলার কারণেই বিশ্ববিদ্যালয় এলাকা সহ সারাদেশে  এই আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চলে পুলিশের গুলি, টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ।

শিক্ষার্থীদের সরকারী চাকরিতে বৈষম্য বিরোধী ছাত্দ্ররদের আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে ভয়ঙ্কর এক দানব। যারা হত্যায্জ্ঞা চালানোর পাশাপাশি সরকারী সম্পদে আগুন নিয়ে পুড়িয়ে দিতে থাকে।  এতে ধ্বংসযেজ্ঞে সাথে ঝরতে থাকে তাজা প্রাণ। হাসপাতাল গুলোতে বাড়তে থাকে ক্ষতবিক্ষত শরীরের রোগীর সংখ্যা। যেখানে শুধু ছাত্র নয়, নানা শ্রেণি পেশার মানুষ আহত হয়েছেন।

আহতদের মধ্যে যারা ছাত্র তাদের তালিকা ছাত্রদের কাছে আছে, যারা রাজনৈতিক নেতা কর্মী তাদের তালিকা তাদের দলের কাছে আছে , আইনশৃঙ্খলা বাহিনীর যারা আহত হয়েছেন তাদের তালিকাও তাদের বাহিনীর কাছে আছে, সরকার তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করছে । কিন্তু শ্রমিকদের তালিকা কি শ্রমিক সংগঠন গুলোর কাছে আছে?

শ্রমিকরা বরাবরই ঠকে, ফাউ মার খায় আর মরে । এই দেশের যেকোনো পরিবর্তনের স্বার্থে যেমন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তেমনি শ্রমিকরাও অংশগ্রহণ করে থাকে । বিশেষ করে এই দেশের সকল রাজনৈতিক দলের কর্মসূচিতে কর্মসুচি পালনে সাধারণ শ্রমিকরা ৮০% অংশগ্রহণ করে রাজনৈতিক নেতাদের হাতিয়ার হিসাবে কাজ করে থাকে ‌।  কিন্তু কোন রাজনৈতিক দলের নেতারাই এই শ্রমিকদের নিজেদের দাবীদাওয়ার আন্দোলনে সহযোগিতা করেননা, অনেক সময় দেখা যায় শ্রমিকদের আন্দোলন ঠেকাতেও রাজনৈতিক নেতারা শ্রমিকদের হাতে লাঠি তুলে দিয়ে থাকেন এবং ঐ শ্রমিকরা না বুঝেই এই লাঠি নিজের শ্রেণীসংগ্রামের বিরুদ্ধেই ব্যাবহার করে ।

আসলে এই দেশে যে যখনই ক্ষমতায় আসুক না কেন সাধারণ মানুষের ভাগ্যা পরিবর্তন হয়না তারপরও তারা কোনো না কোন রাজনৈতিক দলকে সমর্থন করে থাকেন এটা তাদের মনের একটু প্রশান্তি মাত্র বলা যায়। যাই হোক আমি মনে করি আমরা যারাই শ্রমিক সংগঠন করি,  আমাদের উচিৎ এই আন্দোলনে  হতাহত শ্রমজীবীদের খোঁজ নেয়া। এই আন্দোলনে যদি কোনো শ্রমিক নিহত হয়ে থাকে তাহলে দলমত নির্বিশেষে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো  ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...