• আপডেট টাইম : 16/09/2023 02:19 AM
  • 228 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় সরকারের বেঁধে দেওয়া ও নির্ধারিত মূল্যের প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে। ডিম, আলু ও পেঁয়াজের মূল্য নির্ধারণ করা হলেও বাস্তবে তা লক্ষ্য করা যায়নি ভোক্তা পর্যায়ে। পূর্বের মূল্যেই বিক্রয় হচ্ছে পেঁয়াজ। দেশীয় পেঁয়াজ বিক্রয় হচ্ছে প্রতি কেজি ৭৫ টাকা থেকে ৮০ টাকায়। ভারত থেকে আমদানি (এলসি) করা পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৬৫টাকা কেজি দরে। আলু বিক্রয় হচ্ছে ৪৫টাকা কেজি দরে এবং ডিম প্রতি পিস ১৩টকা থেকে ১৪টাকা করে। অথচ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বৃহস্পতিবার এসব কৃষি ও খাদ্যপণ্যের দাম নির্ধারণ করে দেন। দেশীয় পেঁয়াজ ৬৪টাকা থেকে সর্বচ্চ ৬৫টাকা কেজি, আলু ৩৪টাকা থেকে সর্বচ্চ ৩৫টাকা কেজি এবং ডিম প্রতিপিস সর্বচ্চ ১২টাকা করে। শুক্রবার জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সবজি বাজারসহ জেলার বিভিন্ন সবজি বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেছে। সরকারের বেঁধে দেওয়া মূল্যের কোন প্রভাবই ছিলনা সবজি ও নিত্যপণ্যের বাজারগুলিতে। সাধারণ ক্রেতা ও ভোক্তাদের অভিমত বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় এমন অবস্থা। সরকার নিত্যপণ্যের দাম নির্ধারণ করে বসে থাকলে ব্যবসায়ীরা তা আমলে নিবেনা। এজন্য প্রয়োজন ভোক্তা অধিকার সংরক্ষণ ও প্রশাসনের কর্মকর্তাদের বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা। তবে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা বলেছেন আড়ৎ থেকে বেশী দামে পণ্য কিনে সরকারের নির্ধারণ করা মূল্যে বিক্রয় করলে তাদের লোকসান গুনতে হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...