• আপডেট টাইম : 31/08/2022 03:04 PM
  • 312 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

 

সরকার বহু আগেই মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, এখন ক্রমাগত ভাতের অধিকার কেড়ে নেয়া হচ্ছে। দেশের শ্রমজীবী মানুষের জীবিকার ওপরে একের পর এক আক্রমণ পরিচালনা করা হচ্ছে। যার ফলশ্রæতিতে শ্রমিক-মেহনতি মানুষ আজ দিশেহারা।

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঘেরাও পূর্ব শ্রমিক সমাবেশে এ কথা বলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রখ্যাত শ্রমিকনেতা মনজুরুল আহসান খান। সংগঠনের উপদেষ্টা মনজুরুল আহসান খান অবিলম্বে রিকশা শ্রমিকদের ওপর চলমান জুলুম-নির্যাতন বন্ধের দাবি জানান।

৩০ মঙ্গলবার আগস্ট রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অভিমুখে ঘেরাও মিছিল শুরু হলে বিপুল সংখ্যক পুলিশ মিছিলে বাধা দেয়। এরপর প্রতিনিধি দল মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করে।

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মনজুরুল আহসান খান, রাগিব আহসান মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারি, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সমীর, কেন্দ্রীয় নেতা মঞ্জুর মঈন, মোহাম্মদ আলী, কেন্দ্রীয় কমিটির সংগঠক অনিক রায়, শ্রমিকনেতা গোলাম মোস্তফা, মো. নিজাম, মো. রিয়াদ, মো. সিরাজ, সাবলি ইসলাম প্রমুখ।

নেতৃবৃন্দ অবিলম্বে পুলিশি হয়রানি নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বলেন, দেশের জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়ে দেশকে পুলিশি রাষ্টে পরিণত করা হয়েছে। পুলিশের দায়িত্ব জনগণের অধিকার রক্ষায় জনগণের সাথে থাকা কিন্তু সরকার পুলিশকে জনগণের কণ্ঠরোধে লাঠিয়ালে পরিণত করেছে।

বক্তারা আরও বলেন, সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে সম্প্রতি প্রশাসনের নানা তৎপরতায় গলি ও আঞ্চলিক সড়কসমূহে অভিযান চালিয়ে এ সকল ব্যাটারিচালিত যানবাহন আটক করছেন। যার ফলে হাজারও মানুষের পরিবারের রুটি-রুজি হুমকির মুখে পড়েছে। আর এই সুযোগে কিছু অসৎ ব্যক্তি ব্যাটারিচালিত রিকশা রাস্তায় চলাচলের ব্যবস্থা করার কথা বলে কার্ড ও টোকেনের নামে অবৈধ চাঁদাবাজি ব্যবসার পাঁয়তারা করছে।

ঘেরাও কর্মসূচি পরবর্তী স্মারকলিপি পেশের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বরাবর ৬ দফা দাবি উত্থাপন করা হয়Ñ
১) গ্যারেজের বিদ্যুৎ মিটারের সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান বন্ধ করে, বিচ্ছিন্নকৃত সংযোগ পুনরায় চালু করতে হবে। ২) গ্যারেজের ট্রেড লাইসেন্স দিতে হবে।
৩) অন্যান্য গণপরিবহনের ন্যায় রিকশা চলাচলে রুট পারমিট প্রদান ও সড়কে সার্ভিস লেন চালু করতে হবে।
৪) সকল এলাকায় রিকশা ভ্যান, মিশুক ও ইজি বাইক স্ট্যান্ড চালু করতে হবে।
৫) বিভিন্ন রাস্তায় রিকশা-ভ্যান চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
৬) ব্যাটারিচালিত যানবাহনের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রস্তাাবিত নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের পূর্ব পর্যন্ত সিটি কর্পোরেশনের তত্ত¡াবধায়নে চলাচলের অনুমতি প্রদান করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...