• আপডেট টাইম : 28/08/2022 11:24 PM
  • 307 বার পঠিত
  • রজত বিশ্বাস
  • sramikawaz.com

বর্তমান ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির বাজারে একজন চা-শ্রমিকের মজুরি দৈনিক ১৭০ টাকা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির নেতৃবৃন্দ। ২৮ আগষ্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস বলেন খেয়ে না খেয়ে জানবাজী রেখে নজিরবিহীন ১৯ দিনের লাগাতার ধর্মঘট, বিক্ষোভ, রাজপথ-রেলপথ অবরোধসহ কঠিন কঠোর সংগ্রামের পর প্রধানমন্ত্রী একপাক্ষিকভাবে মালিকদের সাথে বসে মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে চা-শ্রমিকদের কাজে যোগদানের আহবান জানান। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন সিদ্ধান্তের পর নিরুপায় চা-শ্রমিকরা বুকে চাপাকষ্ঠ নিয়ে হয়তো কাজে যোগদান করবেন। কিন্তু চা-শ্রমিকরা এই আন্দোলন থেকে নতুন করে উপলব্ধি করে নিলেন যে রাষ্ট্র, সরকার আর মালিক সব সময়ই একপক্ষের। নেতৃবৃন্দ বলেন ১৭০ মজুরিতে বর্তমান দ্রব্যমূল্যে কি করে একজন চা-শ্রমিক তার পরিবার চালাবে? বর্তমানে মোটা চালের কেজি ৫৫/৬০ টাকা, আটা ৫৫/৬০ টাকা, ডাল ১০০/১১০ টাকা, তেল ১৯০/২০০ টাকা, ডিমের হালি ৫০/৫৫ টাকা, কাঁচামরিচ ১৫০ টাকা, বাজারে ৫০/৬০ টাকার নিচে কোন সবজি মিলছে না সেই সময়ে দৈনিক মাত্র ১৭০ টাকা মজুরিতে কি করে একজন চা-শ্রমিক ৬/৭ জনের পরিবার চালাবে? ১৭০ টাকা হওয়ার পর চা-উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের চা-শ্রমিকদের মজুরি সবচেয়ে কম। এমনকি বাংলাদেশের সকল সেক্টরের শ্রমিকদের থেকেও চা-শ্রমিকদের মজুরি কম। অর্থ মন্ত্রণালয় গত ১২ অক্টোবর ২০২০ তারিখে জেলা ও উপজেলা পর্যায়ে দৈনিক ভিত্তিক দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি যথাক্রমে ৫০০ টাকা ও ৫৫০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপণ জারী করে। এই প্রজ্ঞাপণের প্রায় দুই বছর পর প্রধানমন্ত্রী চা-শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে আনুষঙ্গিক সুযোগ-সুবিধার কথা বলে মালিকদের সুরে জানালেন চা-শ্রমিকদের মজুরি সব মিলিয়ে দৈনিক ৪০০-৫০০ টাকায় দাড়ায়। যদিও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা কি ধরণের বাড়ানো হয়েছে তার কোন সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী হস্তক্ষেপের পূর্বেই জানা গিয়েছিলো উৎসব বোনাস ৪৭ দিনের পরিবর্তে মালিকরা ৫২ দিনের মজুরির সমান প্রদানে সম্মত হয়েছেন। যদিও চা-শ্রমিকদের দাবি ছিল দুই মাসের মজুরির সমপরিমান উৎসব বোনাস প্রদানের। ২০২১-২০২২ সাল মেয়াদের মজুরি নির্ধারণের দাবিতে চা-শ্রমিকরা আন্দোলন করছিলেন। তাই ১ জানুয়ারি ২০২১ সাল থেকে মজুরি ১৭০ টাকা হিসেবে বর্ধিত ৫০ টাকা(১৭০-১২০ টাকা) মজুরির এরিয়ার টাকা শ্রমিকরা কবে পাবে সেটাও সুনির্দ্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি। তদুপরি আগামী জানুয়ারিতে নতুন মজুরি নির্ধারণের জন্য যাতে চা-শ্রমিকদের আবারও রাজপথে নামতে না হয় তার নিশ্চয়তাও জরুরী ছিল। নেতৃবৃন্দ বলেন চা-বোর্ডের তথ্য অনুযায়ী দেশের ১৬৭ টি চা-বাগানে ৫ লক্ষাধিক চা-জনগোষ্টির মধ্যে স্থায়ী শ্রমিক প্রায় ১ লাখ, সেই একজন শ্রমিকের মজুরির উপর কমপক্ষে ৫ জনকে ভরনপোষণ করতে হয়। বর্তমান দুর্মূল্যের বাজারে ৩০০ টাকা মজুরি পেলেও তো সেটা সম্ভব না। আমাদের দেশের সরকার কথায় কথায় উন্নয়নের ফিরিস্তি দিয়ে বলে থাকেন বিভিন্ন অর্থনৈতিক সূচকে প্রতিবেশিদের থেকে বাংলাদেশ অনেক এগিয়ে। সরকারি তথ্য মতে দেশে মাথাপিছু আয় ২,৮২৪ ডলার অর্থাৎ ২ লাখ ৬৮ হাজার ২৮০টাকা (১ ডলার =৯৫ টাকা হিসেবে); সেখানে চা-শ্রমিকদের নির্ধারণ করা হয়েছে দৈনিক ১৭০ টাকা মাত্র। নেতৃবৃন্দ বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে ৬/৭ জনের পরিবারের ভরণপোষণের জন্য ন্যায়সঙ্গত মজুরিসহ চা-শিল্পে নৈমিত্তিক ছুটি(বছরে ১০ দিন) কার্যকর ও অর্জিত ছুটি প্রদানে বৈষম্যসহ শ্রমআইনের বৈষম্য নিরসন করে গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন এবং সাপ্তাহিক ছুটির দিনে মজুরি ও উৎসব বোনাস প্রদানে সকল অনিয়ম বন্ধ করে শ্রমআইন মোতাবেক নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান এবং ৯০ দিন কাজ করলেই সকল শ্রমিককে স্থায়ী করার দাবি জানান। কঠিন কঠোর সংগ্রাম চালিয়ে চা-শ্রমিকরা যে ইতিহাস রচনা করেছেন তার জন্য নেতৃবৃন্দ আন্দোলনকারী চা-শ্রমিকদের অভিনন্দন জানিয়ে আগামীতেও ঐক্যবদ্ধ থেকে সকল ধরনের আপোসকামিতা ও ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে সজাগ থেকে সৎ, সংগ্রামী, আপোসহীন, শ্রেণি সচেতন নেতৃত্বে সংগঠন ও সংগ্রাম গড়ে তুলে দাবি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...