• আপডেট টাইম : 16/08/2022 12:25 AM
  • 246 বার পঠিত
  • প্রেসবিঞ্জপ্তি
  • sramikawaz.com

লালবাগে পলিথিন ও প্লাস্টিক কারখানায় অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ জন শ্রমিকের মৃত্যুতে তীব্র ক্ষোভ ও ক্ষতিপুরণ দাবি জানিয়েছে ট্রেড ইউনিয়ন সংঘ

পুরান ঢাকার লালবাগে একটি পলিথিন ও প্লাস্টিক কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় কারখানানর নিচ তলার বরিশাল হোটেলের অন্তত ৬ জন হোটেল শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যুবরণ করার ঘটনায় তীব্র ক্ষোভ এবং নিহত ও আহত উপযুক্ত ক্ষতিপুরণ দাবি করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। ১৫ আগষ্ট গণমাধ্যমে পাঠানো সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুল্লাহ বাচ্চু ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম একযুক্ত বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন একের পর এক অগ্নিকান্ড, ভবন ধ্বসের ঘটনায় অকাতরে শ্রমিকদের তাজা প্রাণ ঝরে গেলেও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়নি। এমনকি অগ্নিকান্ডের দায়ে কোন বিচার পর্যন্ত হয়নি, যার কারণে মালিকদের বেপরোয়া শোষণের বলি হতে হয় শ্রমিকদের। অথচ প্রতিটি অগ্নিকান্ডের পর তদন্ত কমিটি গঠন এবং নিরাপদ কর্মপরিবেশ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা রকম আলোচনা হলেও কিছুদিন পর তা থেমে যায় এবং শ্রমিকদের অনিরাপদ পরিবেশেই জীবিকার তাগিদে জীবনকে তুচ্ছ করে কাজ করতে হয়। লালবাগেও দূর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস পরিচালক(অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান ও লালবাগ পুলিশের উপকমিশনার(ডিসি) জাফর হোসেন সাংবাদিকদের নিকট ভবন নির্মানের ত্রুটি ও নানা রকম অনিয়মের অভিযোগ তুলে ধরেন। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন এতোদিন উনারা কোথায় ছিলেন? বার বার মালিক, সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের অবহেলায় সাধারণ মানুষকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর পর কর্তা ব্যক্তিরা একই কথা বলে চলেন। প্রশ্ন হচ্ছে তাহলে সরকারের সংশ্লিস্ট দপ্তর এই কারখানার অনুমোদন দিল কেন বা অনুমোদনহীনভাবে কিভাবে কারখানা পরিচালনা করে আসছিল? দেশে এরকম ঝুঁকিপূর্ণ কারখানা বা অনুমোদনহীন কারখানার সংখ্যা কত? তাই অগ্নিকান্ড বা ভবনধ্বস নিছক কোন দূর্ঘটনা নয়, এগুলো হত্যাকান্ডের সাথে তুল্য। প্রতিটি হত্যাকান্ডের জন্য মালিকদের পাশাপাশি সরকারও এর দায় এড়াতে পারে না। প্রত্যেকটি ঘটনার পর সরকার মালিক, সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির দুর্নীতি, অবহেলাকে সামনে দূর্ঘটনার জন্য ব্যক্তি বিশেষের উপর দায় চাপিয়ে প্রচলিত ব্যবস্থাকে আড়াল করতে চায়। নেতৃবৃন্দ জীবিকার তাগিদে কাজে যোগ দেওয়া শ্রমিকদের এমন মর্মান্তিক করুণ মৃত্যুতে গভীর শোক এবং নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সাথে মর্মান্তিক মৃত্যুবরণকারী সকল শ্রমিকদের আইএলও কনভেনশন-১২১ অনুযায়ী একজীবনের আয়ের সমপরিমান ক্ষতিপুরণ, অগ্নিকান্ডের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ী সকল পক্ষের দৃষ্ঠান্তমূলক শাস্তি, অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ সকল কারখানা বন্ধ করে দেওয়া এবং সকল শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...