পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির ২৩ বছর পার হলেও চুক্তির দুই তৃতীয়শই অবায়স্তবায়িত থেকে গেছে। ফলে পাহাড়ে শান্তি ফিরছে না। তাই অবিলম্বে চুক্তির শতভাগ বাস্তবায়ন করা জরুরি। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৩তম বার্ষিকীতে আয়োজিত এক সেমিনারে এমন কথা বলেছেন বক্তারা।
ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টের সহায়তায় রাজধানীর মোহাম্মদপুরের এইচ কে আরেফিন সম্মেলন কক্ষে সেমিনারটির আয়োজন করে নাগরিক সংগঠন জনউদ্যোগ। এতে জনউদ্যোগ জাতীয় কমিটির আহ্বায়ক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: মোশতাক হোসেনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব।
বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক স্নিগ্ধা রেজওয়ানা, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নেত্রী চনচনা চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং, বাংলাদেশ নারী প্রগতি সংঘের উপ পরিচালক শাহনাজ সুমি, আদিবাসী ব্যান্ডদল মাদলের আহ্বায়ক হরেন্দ্রনাথ সিংসহ আরও অনেকে।
সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো ঝুলে আছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন হচ্ছে না। পাহাড়ে সাম্প্রদায়িকতা উস্কে দেয়া হচ্ছে বলেই সেখানে শান্তি ফিরছে না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক স্নিগ্ধা রেজওয়ানা বলেন, শান্তিচুক্তি ছিল পাহাড়িদের অধিকার রক্ষার আন্দোলনকে স্তিমিত করে দেয়া। উদ্দেশ্য হচ্ছে ডাইভারসিটি বিলিন করে দেয়া।
চনচনা চাকমা বলেন, তিন পার্বত্য জেলা পরিষদগুলোতে ভূমি বিভাগ হস্তান্তর করা হয়নি। যার কারণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা তাদের অধিকারও ফিরে পায়নি। তাই পাহাড়ে সংঘাত থামছে না। ষড়ন্ত্রকারীদের পথভ্রষ্ট না হয়ে সরকার চুক্তি বাস্তবায়ন করলে পাহাড়ে অবশ্যই শান্তি ফিরে আসবে।