কুষ্টিয়ারমিরপুরউপজেলানির্বাহীঅফিসার (ইউএনও) বিবিকরিমুন্নেছার ক্ষমতাহস্তান্তরের দাবিতেঝাড়–মিছিল ও বিক্ষোভসমাবেশকরেছেএলাকাবাসী।সমাবেশ থেকে ইউএনও’রবিরুদ্ধে উপজেলাপ্রশাসনেরকাজে উদাসীনতা ও আওয়ামীলীগেরপুনর্বাসনকরারমতবিভিন্নঅভিযোগ তোলাহয়।
২৭ ফেব্রয়ারী বৃহস্পতি বারবেলাসাড়ে ১১টায় মিরপুর উপজেলে লারসর্বস্তরেরজনতারব্যানারেশহরের ঈগলচত্বর থেকে ঝাড়ুমিছিলটি বেরহয়।
পরেউপজেলাপরিষদের সামনে বিক্ষোভসমাবেশ করেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ইউএনওবিবিকরিমুন্নেছামিরপুরে যোগদানের পর থেকে ¶মতারঅপব্যবহার করে আসছেন। সম্প্রতিআওয়ামীলীগেরপদধারী নেতাদের নিয়ে
উপজেলাপরিষদ চত্বরে মিটিং করেছেন।
তিনিআওয়ামীলীগকে পুনর্বাসনকরার চেষ্টা করছেন। তাকে মিরপুর থেকে বদলীকরা হয়েছে। বদলিরপরও দায়িত্বহস্তান্তরকরেনি।
বক্তারা জেলাপ্রশাসকের দৃষ্টিআকর্ষণ করে আজকের (বৃহস্পতিবার) মধ্যে ইউএনওকে মিরপুর থেকে অপসারণনা করলে আগামীরোববারতালাবদ্ধ করে রাখার ঘোষণাও দেন আন্দোলকারীরা।ঝাড়– মিছিল ও সসাবেশেএলাকারশতশতনারী-পুরুষ অংশ নেয়।