• আপডেট টাইম : 14/01/2025 08:19 PM
  • 131 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার মিরপুরে মিটনবুরা পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপি-জামাত সংঘর্ষে উভয় পক্ষের র অন্তত ২৫ জনআহত হয়েছে। আহতদের কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাহয়েছে। আজ
১২ জানুয়ারী রোববার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্য¶দর্শীরা জানায়, মিরপুর উপজেলার মিটনবুরা পাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে আমলা ইউনিয়ন জামাতের আমিরমকলে সুররহমান মুকুল এবং স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলছিল।

এরই জের ধরে আজ রোববার বিকেলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আবুল কালাম আজাদ (৫৫), তহিদুলইসলাম (৪০), রেজাউল কমিরভাসা (৪৫), অনারুলইসলাম (৬০), জাহাঙ্গীর আলম (৪০), শফিকুলইসলাম (৩৮), আবুলহাসেম (৬০), খোকন (৩৫), মজনু (৫৫) সহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ জনআহতহয়েছে। এদেরমধ্যে ১২জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালএবং ৬জনকেমিরপুরউপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেচিকিৎসা দেয়া হচ্ছে।বাঁকীরা স্থানীয়ভা বেচিকিৎসা নিচ্ছে।


সংঘর্ষের ঘটনার বিষয়ে মিরপুর থানার ভার প্রাপ্ত কর্ম কর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচননিয়ে স্থানীয় দুইগ্রপেরমধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। নতুন করেসংঘর্ষ এড়াতেওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখাহয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপে দোষীদেরবিরুদ্ধে আইনগতব্যবস্থা নেয়াহবে।

এদিকে জামাত নেতা-কর্মীদের অভিযোগ, বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা পতি নির্বাচনথেকে নাম প্রত্যাহারের জন্য মুকুলের উপরেচাপ প্রয়োগকরছিল নাসির। এ নিয়ে বিরোধের জেরেশনিবাররাতেমুকুলকেহুমকি দেয় নাসির। এরইপ্রতিবাদে আজ রোববারবিকেল ৩সাড়ে টারদিকেবুড়াপাড়ামাধ্যমিক বিদ্যালয়মাঠে এক প্রতিবাদ সভারআযোজনকরে স্থানীয়জামায়াতইসলামীর নেতাকর্মীরা। এ সময়নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানেলাঠিসোটাএবং দেশীয়নিয়েহামলাচালায়।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...