• আপডেট টাইম : 04/01/2025 08:26 PM
  • 112 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশেরস্ব প্ন দেখে তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাস মুক্ত। স্বপ্নের সেই বাংলার তরুনরা আল্লাহকে ভয় করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে, বিপদ-আপদে মানুষের পাশে দাড়াবে।

স্ব প্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না, যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সম্ভ্রমহানী হবেনা, এমন দেশের স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী।

তিনি আরো বলেন, দল-ধর্ম যার যার, দেশ আমাদের সকলের। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কোন বৈষম্য থাকবেনা। যে তারুণ্যের বুকের রক্তের বিনিময়ে জাতি ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আমরা সেই তারুণ্য নির্ভর, মানবিক বাংলাদেশ গড়ে তুলবো।


একজন শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সে একজন নাগরিকের পূর্ন অধিকার ভোগ করবে। বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে ১৫ বছওে দেশের মানুষকে শুধু খুন, গুম উপহার দিয়েছে। সেই ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ নেই, কারন এটা জনগন চাইবে না। জনগন শান্তি চাই। জনগনের চাওয়া পাওয়ার কিছু থাকে না। তাদের চাওয়া একটাই নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে।


০৩ জানুয়ারী শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একোডেমীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে দুর্নীতি ও শোষন মুক্ত বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়েতের কেন্দ্রীয় নির্বহিী পরিষদের সদস্য মোবারক হোসেন, শামিম সাঈদী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...