কুষ্টিয়ার দৌলতপুরেজরাজীর্ণ ও চলাচলেরঅযোগ্য প্রধাসড়কসংস্কারেরদাবিতেসর্বস্তরেরজনতারমানববন্ধনঅনুষ্ঠিতহয়েছে।
উপজেলারআল্লারদর্গাভেড়ামারাপ্রধানসড়কটিআল্লারদর্গাবাজারে দেড় কিলোমিটারজুড়ে ভেঙেখানা খন্দক,জরাজীর্ণওএকটুবৃষ্টিতেইহাটুপানিজমেচলাচলেরঅযোগ্য হওয়ায় চরম জনদূর্ভোগেরসৃষ্টিহচ্ছে। এরফলেমাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা ও প্রাণহানি।
তাইজনগুরুত্বপূর্ণ এ প্রধানসড়কটি দ্রুতসংস্কারের দাবিতে ১৩ অক্টোম্বর রোববার সকাল ১০ ট্য়াসড়কেরপাশে এ
মানববন্ধন অনুষ্ঠিতহয়।
আল্লারদর্গাবাজারেরব্যবসায়ীবৃন্দ ও সর্বস্তরেরজনগণেরআয়োজনেপ্রায় দেড় ঘন্টাব্যাপীচলামানববন্ধনে বক্তব্য রাখেন, আল্লারদর্গা প্রেসক্লাবেরসভাপতি খন্দকারজালালউদ্দীন, গণ অধিকারপরিষদ দৌলতপুরউপজেলারশাখারসভাপতিশাহাবুলমাহমুদ, ব্যবসায়ীনাসিরউদ্দিন, তুষারআহমেদ, বাবু খন্দকারসহআল্লারদর্গাবাজারেরঅন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আল্লারদর্গাবাজার দখল মুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট মুক্ত, ড্রেনেজব্যবস্থা সচল, জরাজীর্ণ ও ভাঙাসড়ক দ্রুতসংস্কারের দাবিজানান।