• আপডেট টাইম : 01/11/2023 07:16 PM
  • 214 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক:
  • sramikawaz.com

 

চলমতি ১৫ নভেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

১ নভেম্বর বুধবার সকাল ১১ টায় মজুরি বোর্ডের ৫র্থ সভা উপলক্ষে বোর্ডের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে নেতৃবৃন্দ এ দাবি জানান।

 

ক) মজুরি নিয়ে গার্মেন্টস শ্রমিকদের মাঝে সৃষ্ট ভুল বুঝাবুঝি এবং অসন্তোষ দ্রুত নিররণ করা;

খ) জাতীয় নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর যাতে গার্মেন্টস শ্রমিকদের মজুরী প্রসঙ্গ ঝুলে না যায়;

গ) গার্মেন্টস শ্রমিকদের মজুরী আন্দোলন যাতে জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় কোন বাধা তৈরী না হয় এবং

ঘ) গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সংঙ্গত মজুরি আন্দোলনকে কোন রাজনৈতিক মহল তাদের হীন  স্বার্থে ব্যবহার করতে না পারে। এ সকল বিষয় বিবেচনা করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের মজুরি ঘোষণার জন্য সরকার এবং মজুরি বোর্ডের কাছে দারি জানায় আইবিসি।


ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি আমিরুল হক্ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আইবিসির কেন্দ্রীয় নেতা বাবুল আকতার, নুরুল ইসলাম, রুহুল আমিন, তৌহিদুর রহমান, সালাউদ্দিন স্বপন , রাশেদুল আলম রাজু, চায়না রহমান, শহিদুল্লাহ বাদল, মীর আবুল কালাম আজাদ রতন, মিস সিমা আক্তার, মোঃ হাসান আলী,
মিস খাদিজা রহমান প্রমূখ।


বক্তারা ১৫ নভেম্বরের মধ্যে মজুরি ঘোষণার দাবির পাশাপাশি ৪ টি বিষয়কে পূনরায় উল্লেখ করেন:
১) নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা।
২)মূল মজুরী ৬৫%।
৩) বাৎসরিক ইনক্রিমেন্ট ১০%।
৪) গ্রেড- ৫ টি।

আইবিসি নের্তৃবৃন্দ এ সকল দাবির পাশাপাশি কারখানা ভাংচুর, অগ্নি সংযোগ, রাস্তা অবরোধ, হঠাৎ করে কাজ বন্ধ এ ধরণের সকল অনাকাংখিত কর্মকান্ড থেকে শ্রমিকদেরকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, গার্মেন্টস বাচঁলে - শ্রমিক বাচঁবে - দেশ বাচঁবে।


বক্তারা মামলা, হামলা, গ্রেফতার, হয়রানি এবং পুলিশ সহ প্রশাসনের বাড়াবাড়ি বন্ধেরও দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...