• আপডেট টাইম : 06/10/2022 11:58 PM
  • 268 বার পঠিত
  • রুহুল আমিন সোহাগ
  • sramikawaz.com

বিদ্যুতের মূল্য বৃদ্ধিও পাঁয়তারা বন্ধ ও নারায়ণগঞ্জে বাসা-বাড়ি, কারখানা-প্রতিষ্ঠানে গ্যাস সংকট নিরসনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বামজোটের জেলার সমš^য়ক ও কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার আহŸায়ক নিখিল দাস, সিপিবি জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, দুলাল সাহা, সেলিম মাহমুদ, ইকবাল হোসেন।
নেতৃবৃন্দ বলেন, সরকার আবারো বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা শুরু করেছে। যে কোন সময় দাম বৃদ্ধির ঘোষণা আসবে। যদিও ৭ টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি লাভের মধ্যে রয়েছে, তারপরও তাদের প্রস্তাবের ভিত্তিতে সরকার এ কাজটি করতে যাচ্ছে। গত ১২ বছরে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে ৯০%। বিদ্যুতের দাম বাড়লে এর নেতিবাচক প্রভাব নিত্যপণ্যেসহ সকল ক্ষেত্রে পড়বে। ইতিমধ্যে জ¦ালানি তেলের ৫১% দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজার, বাসভাড়াসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের ব্যয় বেড়েছে। এখন বিদ্যুতের দাম বাড়ালে তা হবে মরার উপর খাঁড়ার ঘায়ের শামিল। বর্তমানে ভয়াবহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত। এর জন্য গ্যাস সংকটকে দায়ী করা হচ্ছে। আমাদের ৬০ শতাংশের বেশি গ্যাসভিত্তিক। যদিও গ্যাস, কয়লা, পারমানবিক বিদ্যুৎকেন্দ্র বাদ দিয়ে নবায়নযোগ্য জ¦ালানি, সৌরশক্তি, পানি, বাতাস, জৈববর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দাবি করলেও সরকার তা গ্রহণ করেনি। সরকারের নীতিই আজকে গ্যাস সংকটের জন্য দায়ী। গত ১০ বছর যাবৎ গ্যাস উৎপাদন বন্ধ রয়েছে। সমূদ্র বিজয়ের ঢাকডোল পিটানো হয়েছে, কিন্তু সমূদ্রের গ্যাস মিয়ানমার উত্তোলন করলেও বাংলাদেশ এখনও সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেনি। ফরাসি বিশেষজ্ঞ দল এক সমীক্ষায় বলেছিলেন, বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলিতে কিছু সংস্কার ও পরিবর্তন আনলে তিন বছরের মধ্যে প্রায় ৫০ কোটি ঘনফুট গ্যাসের উত্তোলন বাড়ানো সম্ভব। কিন্তু এ প্রস্তাবও সরকার গ্রহণ করেনি।
নেতৃবৃন্দ আরও বলেন, কিছুদিন আগে সরকার শতভাগ বিদ্যুৎ উৎপাদনের উৎসব করেছে, অথচ আজ বলছে বিদ্যুৎ সংকট রয়েছে। এদিকে রেন্টাল-কুইকরেন্টালের নামে সরকার কোটি কোটি টাকা ক্যাপাসিটি চার্জ হিসেবে বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের দিয়েছে। অনেকে মনে করছে সরকার উচ্চমূল্যের এলএনজি আমদানির যৌক্তিকতা প্রতিষ্ঠা করার জন্য গ্যাস দ্রুত ফুরিয়ে যাওয়ার তথ্য প্রচার করছে।
নেতৃবৃন্দ আরও বলেন, নারায়ণগঞ্জে সর্বত্র বাসা-বাড়ি, কারখানা-প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভয়াবহ গ্যাস সংকট বিরাজ করছে। এতে পরিবারগুলোতে খাবারের সমস্যাসহ রান্নার খরচও বেড়েছে। কারখানাগুলোতে উৎপাদন ব্যহত হচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে গ্যাস সমস্যার সমাধানের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...