• আপডেট টাইম : 11/12/2021 06:03 PM
  • 379 বার পঠিত
  • বিশেষ প্রতিনিধি, কুষ্টিয়া
  • sramikawaz.com

১১ ডিসেম্বর কুষ্টিয়া হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে কুষ্টিয়া শত্রুমুক্ত হয়। চুড়ান্ত বিজয় অর্জনের ৫ দিন আগেই এখানকার মুক্তিকামী বীর সূর্য সন্তানেরা বিজয়ের ¯^াদ পান। ¯^জনের গলিত লাশ আর সম্ভ্রম হারানো মা-বোনের আর্তনাদ ভুলে সেদিন বিজয়ের আনন্দে মানুষ রাস্তায় নেমে উল্লাস করেছিল।

মুক্তিযুদ্ধ চলাকালে ৯ মাস জুড়েই কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় পাকবাহিনীর সাথে মুক্তি বাহিনীর তুমুল যুদ্ধ চলেছে। ব্যাঙগাড়ী মাঠ, শেরপুর, বংশীতলা, চৌড়হাস ও বিত্তিপাড়াসহ কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধকালে পাক হানাদাররা ৫০হাজারেরও বেশী মানুষকে নির্মমভাবে হত্যা আর দু’হাজার মা-বোনের সম্ভ্রমহানি করে। তবে মুক্তিযুদ্ধের শুরুতেই পাক হানাদার বাহিনী কুষ্টিয়ায় চরম প্রতিরোধের মুখে পড়ে। ৩০ মার্চ ভোররাতে মুক্তিবাহিনী কুষ্টিয়া জিলা স্কুলে পাক হানাদার ক্যাম্পে হামলা করে। এ যুদ্ধে নিহত হয় অসংখ্য পাক সেনা। শেষ পর্যন্ত ১ এপ্রিল রাতের আধাঁরে পাক বাহিনী কুষ্টিয়া ছেড়ে পালিয়ে যায়। প্রথমবারের মতো মুক্ত হয় কুষ্টিয়া। ১১ নভেম্বর ব্যাঙগাড়ী মাঠের সবচেয়ে যুদ্ধে সাড়ে ৩’শ পাক বাহিনী নিহত। এ যুদ্ধে ২জন বীর মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন ও শহিদুল ইসলাম এবং ৫ জন মিত্র বাহিনীর সদস্যকে জীবিত ধরে নিয়ে যায় পাক সেনারা। দেশ স্বাধীন হবার পর মিত্র বাহিনীর সদস্যদের ফেরত দেয়া হলেও মুক্তিযোদ্ধাদের আজও ফেরত দেওয়া হয়নি। ২৩ নভেম্বর শেরপুর যুদ্ধে নিহত হয় ৬০ জনেরও বেশী পাক সেনা। এ যুদ্ধে সোহরাব উদ্দিন নামে একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হোন।
১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন হয়। এরপর থেকে দফায় দফায় বিমান হামলা চালিয়ে দীর্ঘ ১৬ দিন পর পাক বাহিনী আবারও কুষ্টিয়া দখলে নিয়ে বাঙ্গালী নিধন আর গনহত্যার উৎসবে মেতে উঠে। তবে ৬ ডিসেম্বর তিন দিক থেকে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ আক্রমনে একের পর এক বৃহত্তর কুষ্টিয়ার বিভিন্ন এলাকা হানাদার মুক্ত হতে থাকে। ৯ ডিসেম্বরে কুষ্টিয়া শহর ছাড়া সমস্ত এলাকা শত্রæমুক্ত হয়। শহর মুক্ত করতে শুরু হয় তুমুল যুদ্ধ। ১১ ডিসেম্বর পুরোপুরি মুক্ত হয় কুষ্টিয়া জেলা। উড়ানো হয় বিজয় পতাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...