• আপডেট টাইম : 04/09/2021 08:08 PM
  • 968 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, আশুলিয়া
  • sramikawaz.com

 ছাটাই করা ৮৪ জন শ্রমিককে চাকরি ফিরিয়ে দেওয়া সহ ৭ দফা দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সাভারের আশুলিয়ার এনার্জি প্যাক ট্রান্সমিটার তৈরির কারখানার শ্রমিকরা।

৪ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টার দিকে এ কর্মসূচি পালন করে।

শ্রমিকরা জানায়, ওই কারখানায় দীর্ঘদিন ধরে প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করছিল। কারখানা কতৃপ¶ শ্রমআইনের তোয়াক্কা না করে খেয়াল খুশিমত কারখানা পরিচালনা করেন। তারা বাৎসরিক ইনক্রিমেন্ট, অনিয়মিত ওভার টাইমের বিল, হাজিরা বোনাসসহ বিভিন্ন বিল বকেয়া রাখে। দীর্ঘ ১৮ বছর একই বেতনেই অনেকে চাকরি করছেন। বাৎসরিক ইনক্রিমেন্টের কোন ব্যবস্থা এই কারখানায় নেই। শ্রমিকরা ইনক্রিমেন্টের দাবি জানালে উল্টো ৮৪ জন শ্রমিককে গত ৫ আগস্ট থেকে প্রায় ১ মাস ধরে কারখানায় প্রবেশ করতে দেওয়া হয় না। তাই আমরা ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করছি।

৭ দফা দাবিগুলো হল- বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করতে হবে, প্রতি মাসের ওভার টাইম বিল প্রতি মাসেই প্রদান করতে হবে, বকেয়া ওভারটাইম বিল ও সাইড বিল পরিশোধ করতে হবে। বকেয়া প্রডাকশন বোনাস পরিশোধ করতে হবে, বাৎসরিক ছুটির টাকা এবং বকেয়া ছুটির টাকা পরিশোধ করতে হবে, মাসিক প্রডাকশন বোনাস যথাযথ সময়ে প্রদান করতে হবে, হাজিরা বোনাস প্রদান করতে হবে, কোন শ্রমিক সাইডে কাজ করলে সাইড বিল প্রতিমাসের টি প্রতি মাসেই প্রদান করতে হবে।

অবস্থান করা শ্রমিক গোলাম মোস্তফা বলেন, 'আমি ১৮ বছর ধরে ওই কারখানায় কাজ করছি। আমি কারখানার ফোরম্যান হিসাবে কাজ করছিলাম। গত ৫ তারিখ আমাদের বেতনের সাথে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদানের কথা ছিল। আমরা কতৃপ¶ের সাথে যোগাযোগ করলে কারখানার মালিক অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সাথে পরের দুই দিন কারখানা বন্ধ রাখা হয়। পরে কারখানা খোলা হলে ইনক্রিমেন্ট চাওয়া শ্রমিকদের অনেককেই ফোন করে কারখানা যেতে নিষেধ করেন কতৃপ¶। যাদের সাথে যোগাযোগ করতে পারে নি তাদের কারখানায় প্রবেশ করতে দেয়া হয় নি। বাধ্য হয়েই শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।

এব্যাপারে কারখানাটির অ্যাডমিন অ্যান্ড এইচআর ডিপার্টমেন্টের ম্যানেজার ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত ৫ তারিখে ওই শ্রমিকরা জিএম এর অফিসের সামনে উশৃংখল পরিবেশের সৃষ্টি করেছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের আপাতত বাইরে রাখা হয়েছে। তবে তাদের এখনও চাকরি যায় নি। তারা সময় মত বেতন পাবেন। এদের মধ্য যারা কম উচ্ছৃখল ছিল তাদের মধ্য অনেককেই কাজে যোগদানের সুযোগ করে দেওয়া হচ্ছে। অন্যান্য শ্রমিকরা দাবি জানিয়েছেন যারা আমার পরিবেশ নষ্ট করেছে তারা কারখানায় থাকলে সবাই চাকরি ছেড়ে দিবেন। আসলে তারা যা করছে সেরকম কোন ঘটনা ঘটে নি।
এসময় এ আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, এসময় বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটি সভাপতি মো. আশিক সরকার, সিনিয়ার সহ-সভাপতি মো. বকুল আহমেদ,বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর শেখ লালন, ট্রেক্সাইল গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশন আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ ইউসুফ,গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগ আশুলিয়া থানা কমিটির সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ।বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মোঃ রাজু আহমেদ,জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটি সভাপতি মোঃ কামরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...