• আপডেট টাইম : 19/04/2024 07:37 PM
  • 18 বার পঠিত
  • এম এ শাহীন,
  • sramikawaz.com

কমরেড সুনীল রায় জন্মশতবর্ষ উদযাপন ও সুনীল রায় স্মারক প্রকাশনা গ্রন্থটির মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনীল রায় জন্মশতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনীল রায় জন্মশতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক রথীন চক্রবর্তী। আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি 'সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মাদ শাহ আলম, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান এম এম আকাশ, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, মনি সিংহ ফরহাদ ট্রাস্টের ট্রাস্টী শেখর দত্ত, সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক আনোয়ার হোসেন রেজা, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন, বীর মুক্তিযোদ্ধা এড. মন্টু ঘোষ, সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, সিপিবি জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র'র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন প্রমুখ।

এসময় আলোচকবৃন্দ বলেন, এদেশের শ্রমিক আন্দোলন ও মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে কিংবদন্তিতুল্য শ্রমিক নেতা ছিলেন কমরেড সুনীল রায়। শ্রমিকের একান্ত আপন ও প্রাণের মানুষ। অত্যন্ত বিনয়ী, মৃদুভাষী, পোশাকে ও চলনে একেবারে সাদাসিধে ছিলেন। নিবেদিতপ্রাণ একজন কমিউনিস্ট বিপ্লবী। তিনি ব্রিটিশ শাসিত ভারতের ত্রিপুরা জেলার নবীনগর থানায় ১৯২১ সালের ১৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ২০০১ সালের ১০ অক্টোবর নারায়ণগঞ্জে প্রয়াত হয়েছেন। নিম্নবিত্ত পরিবারের সন্তান ছিলেন। চরম দারিদ্রতার কারণে অষ্টম শ্রেণির পাঠ অসমাপ্ত রেখে মিল ম্যানেজার মামার আশ্রিত হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিত্তরঞ্জন কটন মিলে তাঁত চালানোর কাজে নিযুক্ত হন। কয়েক বছরের মধ্যেই চলমান শ্রমিক আন্দোলনে সকলের প্রিয় নেতা হয়ে উঠেন।

কমরেড সুনীল রায় শ্রমিক হওয়ার কারণে শ্রমিকের দুঃখ-কষ্ট, চিন্তা, চেতনা নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছেন। সমাজের শ্রেণি বিভক্তির চেতনা ছিল তাঁর প্রখর। তিনি বুঝতে পেরেছিলেন ভাগ্যের উপর নির্ভর করে বা কারো দয়ার উপর শ্রমিক শ্রেণির মুক্তি আসবে না। সমাজ বদল ছাড়া তা সম্ভব না। নিজেদের অবস্থার বদল ঘটাতে হলে শ্রেণি হিসেবে নিজেদেরই তা করতে হবে। তাই নারায়ণগঞ্জের শ্রমিকদের মধ্যে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে অপরিসীম ভূমিকা রেখেছেন। পাকিস্তানী দুঃশাসনের বিরুদ্ধে শ্রমিক আন্দোলন ও শ্রেণি সংগ্রাম করতে গিয়ে তিনি বহুবার নির্যাতনের শিকার হয়েছেন, জেল খেটেছেন, অনেক সময় আত্মগোপনে থেকেছেন। অদম্য শ্রেণি সংগ্রামের মধ্য দিয়ে কমরেড সুনীল রায় কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা হয়ে ছিলেন। সুনীল রায় স্মারক প্রকাশনা গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থটিতে অনেক জ্ঞানীগুণী সিনিয়র রাজনৈতিক নেতৃবর্গ কমরেড সুনীল রায়ের শ্রেণি সংগ্রামের ভুমিকা তুলে ধরেছেন। এই গ্রন্থটি পড়ে শ্রেণি সংগ্রামের নেতাকর্মীরা সুনীল রায়ের সংগ্রামী জীবন সম্পর্কে জেনে সমৃদ্ধ হবে।

আমরা যারা শ্রমিক আন্দোলনের কর্মী, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করেছি আজ আমাদের নিজেদের প্রয়োজনেই কমরেড সুনীল রায়ের সংগ্রামী জীবন সম্পর্কে জানা খুবই জরুরি। সুনীল রায়ের শিক্ষা ও বিদ্যমান শ্রমিক আন্দোলনের প্রকৃত শিক্ষার আলোয় পথ চলতে গিয়ে আমরা যতটুকু উপলব্ধি করতে পেরেছি, বুঝতে পেরেছি, শ্রমিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে ঐক্যবদ্ধ আন্দোলন লড়াই-সংগ্রামের কোন বিকল্প নেই। শ্রেণি সংগ্রাম এগিয়ে নেওয়ার পথ প্রদর্শক কমরেড সুনীল রায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...