• আপডেট টাইম : 29/02/2024 11:31 PM
  • 33 বার পঠিত
  • প্রেসবিজ্ঞপ্তি
  • sramikawaz.com

আসন্ন রমজান মাসে বিনা বেতনে হোটেল শ্রমিকদের ছাটাই বন্ধ, ঈুদল ফিতরে সকল শ্রমিকদের মাসিক বেতনের সমপরিমান উৎসব বোনাস প্রদান, বাজারদরের সাথে সংগতিপূর্ণ মজুরি প্রদান এবং ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইন কার্যকর এবং মহান মে দিবস উপলক্ষে ১ মে মজুরিসহ ছুটি প্রদানসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন স্মারকলিপি প্রদান করেছে। ২৮ ফেব্রæয়ারি দুপুরে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া ¯^াক্ষরিত এই স্মারকলিপি মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবর পেশ করা হয়। স্মারকলিপির অনুলিপি শ্রমঅধিদপ্তরের মহাপরিচালক, মহাপরিদর্শক, উপ-পরিচালক, উপ-মহাপরিদর্শক, মৌলভীবাজারের মেয়র, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও হোটেল-রেস্টুরেন্ট মালিক সমিতি বরাবর পেশ করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয় প্রতিবারের মত এবারও আমাদের সামনে আসছে পবিত্র রমাজান মাস। রমজান মাসের আগমন উপলক্ষ্যে দ্রব্যমূল্যের চলমান উর্দ্ধমূখী বাজার ইতোমধ্যে আরও লাগামহীন হয়ে চলছে। এরকম সময়ে রমজান মাসকে সামনে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের সামনে রয়েছে ব্যাপক চাকুরিচ্যুতির আশঙ্কা। এমনিতেই সারা বছর হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের চাকুরিচ্যুতি করা, ¯^াস্থ্য সম্মত কর্মপরিবেশ ও থাকা-খাওয়ার সু-ব্যবস্থা না থাকা, কথায় কথায় বিনা কারণে চাকুরিচ্যুতি করা, নিয়োগপত্র-পরিচয়পত্র না দিয়ে শ্রম আইনগত সুবিধা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা এবং শারিরিক ও মানসিক নির্যাতন ইত্যাদি সমস্যা-সংকট নিয়ে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের জীবন-জীবিকা চালাতে হয়। তদুপরি রমজান মাস আসলে আরেক দফা ছাঁটাই নির্যাতনের খড়্গ নেমে আসে শ্রমিকদের কর্মজীবনে। চলমান বৈশ্বিক মন্দাজনিত পরিস্থিতির মধ্যে ২০২০ সাল থেকে বৈশ্বিক মহামারি করোনা প্রাদূর্ভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্থ শ্রমিক ও শ্রমজীবীদের মধ্যে অন্যতম হচ্ছে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকরা।করোনাকালে হোটেল শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে, বিনা চিকিৎসায়, বাসস্থানের সংকট ইত্যাদিতে জর্জরিত হয়ে মৃত্যুর সাধে পাঞ্জা লড়ে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত রয়েছে। আসন্ন রমজান মাসে যারা চাকুরিতে নিয়োজিত তাদেরকে আরেক দফা ছাঁটাই করা হলে তারা কোথায় যাবে? চাল, ডাল, তেল, লবন, পিয়াজ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্দ্ধগতিতে শ্রমিক-কৃষক-জনগণের বেঁচে থাকা দায় হয়ে পড়ছে। তাছাড়া দফায় দফায় জ¦ালানি তেল, গ্যাস, বিদ্যুত, পানির মূল্য বৃদ্ধিসহ বাড়িভাড়া, গাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ব্যয় বৃদ্ধির ফলে জাতীয় ও জনজীবনের সংকট প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সমাজে ধনী-গরীবের বৈষম্য দ্রুত বৃদ্ধি হচ্ছে। অথচ বাজারদরের সাথে সংগতি রেখে হোটেল-রেস্টুরেন্ট-মিস্টি-বেকারি শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। আজকের বাজারদর হিসেব করলে দেখা যায় একজন মানুষের কোন রকমে খেয়ে বেঁচে থাকতে হলে তিন বেলা খাবারের জন্য দৈনিক (৪০+৮০+৮০) টাকা = ২০০ টাকা খরচ করতে হয়। সেখানে ৬ সদস্যের একটি শ্রমিক পরিবারে বাসাবাড়িতে খরচ হিসেবে দৈনিক এক হাজার টাকা ধরলে মাসে ৪০/৪৫ হাজার টাকা প্রয়োজন। এর সাথে বাসাবাড়া, চিকিৎসা, সন্তানের শিক্ষা, বিনোদন, যাতায়াতসহ অন্যান্য সকল প্রয়োজন যুক্ত করেই মজুরি নির্ধারণ হওয়া যৌক্তিক। অথচ আমাদের নামে মাত্র মজুরি প্রদান করছে মালিকরা। তদোপরি রমজান মাস আসলে ব্যবসা মন্দার অজুহাত দেখিয়ে অধিকাংশ মালিকরা হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিকদের বিনা বেতনে ছাঁটাই করে দেন। ফলে পবিত্র এই মাসে ছাঁটাইকৃত হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিকদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা, পরিবার-পরিজন নিয়ে শ্রমিকরা সিয়াম সাধনার পরিবর্তে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হন। এমনকি শ্রমিকরা ঈদের আনন্দ উৎযাপন থেকেও বঞ্চিত হয়। অথচ শ্রমিকদের হাড়ভাঙ্গা পরিশ্রমে মালিকদের পুঁজি আরাম-আয়েশ বৃদ্ধি হয় আর শ্রমিকদের সৃষ্ট মুনাফায় মালিকপক্ষ মহাধুমধামে ঈদ উৎযাপন করেন। ঈদ উৎসবের সময় হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিকরা কোন উৎসব বোনাস পান না। শুধু আইনগতভাবে নয় ধর্মীয় মূল্যবোধ ও মানবাধিকারের দিক থেকেও হোটেল-রেস্টুরেন্ট-মিস্টি-বেকারি শ্রমিকদের রমজান মাসে বিনাবেতনে ছাঁটাই করা অন্যায়। হোটেল শ্রমিকরা দৈনিক ১২/১৪ ঘন্টা অমানবিক পরিশ্রম করে অর্ধাহারে-অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন, যার কারণে হোটেল শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এমতবস্থায় আসন্ন রমজান মাসে বিনা বেতনে শ্রমিক ছাঁটাই বন্ধ ও ঈদুল ফিতরে এক মাসের মজুরির সমান উৎসব বোনাস প্রদান, বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে হোটেল সেক্টরে নি¤œতম মজুরি ঘোষণা ও ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন কার্যকর এবং মহান মে দিবসে মজুরিসহ ছুটি কার্যকর করার কার্যকর করার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্মারকলিপিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...