• আপডেট টাইম : 02/12/2023 01:57 AM
  • 386 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়াকার্স পার্টি ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ১৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে নৌকার প্রতিদ্বন্দ্বী  হয়ে নির্বাচনে লড়বেন আওয়ামী লীগ দলীয় ৩জন স্বতন্ত্র প্রার্থী। ফলে নৌকার প্রার্থী অনেকটা ঝুঁকিতে পড়তে পারে এমন অভিমত সাধারণ ভোটারদের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দৌলতপুর আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিএনপি বা সমমনা দল নির্বাচনে অংশ না নেওয়ায় নৌকার প্রতিদ্বন্দ্বীতা হবে মুলত আওয়ামী লীগ তথা নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের সাথে। তাই নৌকার মনোনয়ন পেয়েও নির্বাচনে জয়ী হওয়া অতটা সহজ হবেনা বলে মন্তব্য করেছেন খোদ আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা। তবে নৌকার প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ’র দাবী নৌকার বিজয় ঠেকানোর শক্তি দৌলতপুরে কারো নইে।

নৌকার প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র’র প্রতিদ্বন্দ্বী হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফিরোজ আল মামুন এবং দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. নাজমুল হুদা পটল। নৌকার প্রতিপক্ষ আওয়ামী লীগ দলীয় ৩জন স্বতন্ত্র প্রার্থীর নিজেদের ভোট ব্যাংকও রয়েছে, যে ভোটগুলি সবসময়ই নৌকার পক্ষে যায়। তাই এবারের নির্বাচনের হিসাব-নিকাশ পাল্টে যেতেও পারে।

ইতোমধ্যে দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী সোনাইকুন্ডির নিজ বাস ভবন চত্বরে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী ও তাঁর অনুসারীদের ডেকে ৩টি গরু কেটে ভূরিভোজ দিয়ে নেতা-কর্মীদের নির্বাচনের মাঠে কাজ করার আহŸান জানিয়েছেন। একইসাথে এবারের নির্বাচনের মাঠে ‘খেলা হবে’ বলেও হুসিয়ারি দিয়েছেন তারা।

অপরদিকে দৌলতপুরের দক্ষিণাঞ্চলখ্যাত আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া এলাকার সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফিরোজ আল মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এককভাবে আঞ্চলিকতা সৃষ্টি করতে পারলে সেও হতে পারে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য একটি বড় ফ্যাক্টর।

এছাড়াও দৌলতপুর আওয়ামী লীগের একমাত্র আশ্রয়স্থল ছিলেন প্রয়াত সাবেক সংসদ সদস্য ও মৃত্যুর আগ পর্যন্ত যিনি দৌলতপুর আওয়ামী লীগের সভাপতির হাল ধরে ছিলেন তিনি আফাজ উদ্দিন আহমেদ। একসময় দৌলতপুরের আওয়ামী লীগ মানেই আফাজ উদ্দিন আহমেদকে বোঝানো হতো। এবার সেই পরিবারের বড় ছেলে দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নাজমুল হুদা পটল স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান ও দৌলতপুর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন যিনি দৌলতপুর আওয়ামী লীগকে অনেকটা সুসংগঠিত করেছেন সংগত কারণে তিনি বড়ভাইয়ের প্রতিই আস্থা রাখবেন এ বিশ্বাস দলীয় নেতা-কর্মীদের মাঝে সৃষ্টি করা হয়েছে। ফলে নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে যাওয়ার সম্ভাবনাই বেশী।

আবার আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্’র নিজ এলাকায় জাসদ থেকে প্রার্থী হয়েছেন শরিফুল কবির স্বপন। তিনিও নিজ এলাকার মানুষের কাছে বেশ আস্থাবান। শরিফুল কবির স্বপন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করলে নৌকার প্রার্থী আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্’র নিজ এলাকার ভোটও ভাগাভাগি হবে। ফলে কমবে ভোটের গড় অংক।

তবে মনোনয়নপত্র দাখিল শেষে দৌলতপুরে আওয়ামী লীগ দলীয় প্রার্থী একাধিক স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নৌকা ঝুকিতে পড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি বলেছেন, আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, এ দলে আমার মত অনেকে প্রার্থী হওয়ার যোগ্য। কেউ যদি ডিসিপ্লিন না মানেন, সেক্ষেত্রে দলই সিদ্ধান্ত নিবেন। এক্ষেত্রে আমার বলার কিছু নেই। নৌকার যারা ভোটার তারা নৌকায় ভোট দিবে, নৌকার বাইরে ভোট দিবেনা। তবে আমি নিশ্চিত প্রার্থী আরো ৫জন হোক ১০জন হোক নৌকার বিজয় ঠেকানোর শক্তি দৌলতপুরে কারো নাই।

সর্বপরি নির্বাচনের হিসাব কি হবে দেখার অপেক্ষা আগামী ৭ জানুয়ারী পর্যন্ত।

এদিকে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দৌলতপুর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় ও জেলা রিটানির্ং অফিসারের কার্যালয়ে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে ১৩জন প্রার্থী বিভিন্ন আজনৈতিক দল ও  স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...