• আপডেট টাইম : 27/06/2023 11:11 PM
  • 278 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

গার্মেন্ট শ্রমিকের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে আন্দোলনরত সংগঠনসমূহ আজ ২৭ জুন ২০২৩, মঙ্গলবার, বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন’ ব্যানারে গাজীপুরে শ্রমিক নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানানো হয়েছে।
গত ২৫ জুন গাজীপুরে বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্টিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এই বর্বরোচিত হত্যাকাণ্ডকে দেশের শ্রমিক অধিকার আন্দোলনের জন্য অশনি সংকেত বলে অবিহিত করা হয়।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভা-প্রধান তাসলিমা আখ্তার,জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের সংগঠক অধ্যাপক ডা. হারুন অর রশিদ, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কার্যকরী সভাপতি শামীম ইমাম, ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত,বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন,বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কারস ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এফএমআবু সাইদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এধরনের হত্যাকাণ্ড শ্রমিক অধিকার আদায়ের আন্দোলন ও ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ। শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যা করা এবং পরবর্তিতে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ না করার মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন আন্দোলনকে মালিক পক্ষ এবং তাদের আজ্ঞাবহ সরকার একটি চরম ভাবাপন্ন বার্তা দিচ্ছে। যা শ্রম অধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনের সামনে একটি অত্যাসন্ন ভয়াবহতার ইঙ্গিত বহন করে।
বক্তারা আরো বলেন, শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে মালিক শ্রেণির এই সর্বাত্মক আক্রমণকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। নেতৃবৃন্দ গত রবিবার গাজীপুরে শ্রমিক নেতা শহিদুল ইসলামকে পিটিয়ে হত্যা করার মতো বর্বরোচিত ঘটনার হুকুমদাতাদেরসহ জড়িতদের গ্রেফতার ও দ্রুততম সময়ে ন্যায় বিচারের দাবি জানিয়ে বলেন, গার্মেন্ট শিল্পে সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে হলে অবিলম্বে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। তা নাহলে সরকার এ ধরণের বর্বরতার দায় এড়াতে পারবে না।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত ভাবে হামলা পরিচালিত করে ট্রেড ইউনিয়ন নেতাকে হত্যা করা সুদূর নীল নকশার অংশ। এর মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার আদায়ে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র সর্বতভাবে বন্ধ করার আলামত পাওয়া যায়। তারা বাংলাদেশে ট্রেড ইউনিয়ন অধিকারসহ সকল মানবাধিকার সমুন্নত রাখতে সর্বাত্মক লড়াই গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ অধিকার আদায়ের সংগ্রামে সকল শ্রেণি সচেতন ট্রেড ইউনিয়নকে ঐক্যবদ্ধ হয়ার আহ্ববান জানান।
সমাবেশ থেকে দেশের গার্মেন্ট শিল্পকে কেন্দ্র করে সকল ধরণের দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিক শ্রেণী ও সচেতন জনতাকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।


সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে কদম ফুল ফোয়ারা ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...