• আপডেট টাইম : 31/07/2021 11:33 AM
  • 641 বার পঠিত
  • ইদ্রিশ আলী
  • sramikawaz.com

গাবতলী ঢাকা ভোরে দেখলাম বেশ কিছু নারী পুরুষ পুটলা মাথায় করে রিক্সা ঠিক করছে যাবে মিরপুর-৭ নম্বর। সবাই কুড়িগ্রাম থেকে এসেছে মাইক্রো গাড়ীতে করে, জনপ্রতি দুই হাজার টাকা ভাড়া দিতে হয়েছে।

সবার মোবাইল ফোনে অফিস থেকে মেসেজ পাঠানো হয়েছে এক তারিখ থেকে গার্মেন্টস খোলা। না এলে চাকরি থাকবেনা তাই চাকরি বাচাতে অধিক ভাড়া দিয়ে এসেছে কুড়িগ্রাম জেলা থেকে এসেছে ।

ঢাকায় যারা আছে তাদের দিয়ে কারখানা খোলতে চাই- কারখানা মালিকরা এ ধরণের কথা বলে সরকারের সাথে চালাকি করেছে। আর শ্রমিকদের ফেলে দিয়েছে আর্থিক, মানসিক ও শারীরিক কষ্টের মধ্যে। 

আসলে তো শ্রমিকদের ঢাকায় আসতে বাধ্য করছে। সরকার যদি শ্রমিকদের চাকরি খাদ্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে না পারে, কি করে লক-ডাউন কার্যকর করতে না পারে- তাহলে গণ পরিবহন চালানোর অনুমতি দিক। তাতে করে সাধারণ মানুষকে অন্তত বেশি ভাড়া গুনতে হবে না। আবার পরিবহন শ্রমিকদের আর্থিক সংকট দূর হয়।

এমনিতেই স্বাস্থ্যসেবার যে হাল তাতে করে টিকাই একমাত্র ভরসা। অগ্রাধিকার ভিত্তিতে সকল শ্রমিকদের কোভিড-১৯ টিকা দেওয়ার ব্যবস্থা করুন বরঞ্চ তাতেই বেশি কাজ হবে।

ইদ্রিশ আলী: প্রতিষ্ঠাতা সভাপতি, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...