• আপডেট টাইম : 24/05/2021 06:21 PM
  • 573 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com


২০০৬ সালের ২২ মে’র শ্রমিক বিক্ষোভ, প্রতিবাদ, সমাবেশে সারা ঢাকা শহর ও তার আশেপাশের এলাকায় এক নতুন দিন রচিত হয়েছিলো। মানুষ প্রত্যক্ষ করেছে শ্রমিকের আত্মশক্তির উদ্ধোধন, শ্রমিকের সমষ্টিক শক্তির জাগরণ। যার ফলে দেশে প্রথমবারের মত আইন সংশোধনী, মজুরি বোর্ড প্রতিষ্ঠা এবং নূন্যতম মজুরি ৯৩০ টাকা থেকে ১৬০০ টাকা নির্ধারণ করা হয়। বাংলাদেশে ১৯৯০ সালের পর এটিই একমাত্র সফল শ্রমিক আন্দোলন। এ বিদ্রোহে একদিকে যেমন অর্জন আছে, আছে রাষ্ট্র কতৃর্ক নির্যাতনের ও শ্রমিকের রক্তদানের ইতিহাস। এই আন্দোলন বিনির্মানে যারা নেতৃত্ব দিয়েছেন, সংগঠিত করেছেন তাঁদের স্মৃতিচারণে আলোচিত হয় সেদিনের গৌরব গাঁথা।


২৩ মে রাতে সাড়ে ৯ টায় এ উপলক্ষে ভার্চুয়াল আলোচনায আয়োজন করে ‘আমার শ্রম আমার লড়াই’।


গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ইদ্রিশ আলী, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরী, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, শ্রমিক আওয়াজ সম্পাদক জাফর আহমদ, আমার শ্রম আমার লড়াইয়ের সমš^য়ক গবেষক জাফর ইকবাল, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগাঠনিক সম্পাদক কেএম মিন্টু, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সদস্য শফিউল আলম ও মমিনুর রহমান মমিন স্মৃতি চারণ করেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনক বর্মন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...