• আপডেট টাইম : 01/04/2021 06:54 PM
  • 475 বার পঠিত
  • জিয়াউল কবীর খোকন
  • sramikawaz.com

 

গার্মেন্ট শ্রমিকরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জানার আগেই সেরে যায়। শ্রমিকরা কঠোর পরিশ্রম করেন, তাদের এন্টিবডি বা প্রতিরোধক শক্তি উচ্চ। এ কারণে শ্রমিকদের সহজে করোনা কব্জা করতে পারে না। করোনা ভাইরাসে আক্রান্ত করলেও শ্রমিকরা জ¦র-কাশি মনে করে। আবার তা সেরেও যায়। কঠোর পরিশ্রমের কাছে করোনা হার মানে।
শ্রমিকরা সহজে করোনা আক্রান্ত না করলেও করোনার সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দরকার। প্রতিদিন সারা দেশে ৪০/৫০ জন মানুষ মারা যাচ্ছে। শনাক্ত হচ্ছে হচ্ছে ৫০০০ এর অধিক। গত বছর খারাপ অবস্থা হওয়ার পর আবার কিছুটা কমে এসেছিল। কিন্তুআবার মহামারি আকার ধারণ করেছে।
করোনা নিয়ে শ্রমিকদের অবেহলার কোন কারণ নেই। এখন শ্রমিকরা করোনা আক্রান্ত না হলেও বা মৃত্যু না হলেও যে কোন সময় মহামারী আকার ধারণ করতে পারে। তখন সতর্ক হয়েও বাঁচা যাবে না। তাই গত বছর যেভাবে সতর্ক অবস্থা অবলম্বন করেছিল এখনই কারখানাগুলোতে সেই ¯^াস্থ্য নিরাপত্তা ব্যবস্থা গুলো নেওয়া হোক।
গত বছরে কারখানাগুলো শ্রমিকদের মাস্ক পরা, হাত ধোয়া ও কারখানার ভেতরে ঢোকার সময় কেমিকেল-কোয়াশা তৈরি করে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছিল। সেগুলো অনেক কারখানা ভুলে গেছে। এগুলো এখন আবার চালু করতে হবে।
শ্রমিকদের মধ্যে সচেতনতামুলক ব্যবস্থা নিতে হবে। যাতে শ্রমিকরা যেখানে থাকে সেই বাসা-বাড়ি, হাটবাজার, দোকন ও জন-সমাগম হয়-এমন এলাকায় সতর্কভাবেভাবে চলাফেরা করেন।

এ বিষয়ে শ্রমিকদের নিজেদের সতর্কতা অবলম্বন করতে হবে। সরকারকে ¯^াস্থ্য নিরাপত্তার জন্য উদ্যোগ নিতে হবে। আবার কারখানা মালিকদের সতর্কতা মুলক ব্যবস্থা নিতে হবে। তাহলে তৈরি পোশাক শিল্প তথা দেশকে বড় ধরনের ক্ষতির সম্মুখিন হতে হবে।
জিয়াউল কবীর খোকন: সভাপতি গাজীপুর জেলা কমিটি ও সহসভাপতি কেন্দ্রীয় কমিটি। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনয়ন কেন্দ্র ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...