• আপডেট টাইম : 27/01/2021 04:36 AM
  • 821 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

১৭দিন বন্ধ থাকার খোলা হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোসেনাবাদে অবস্থিত আকিজ বিড়ি কারখানা। আকিজ বিড়ি কারখানা কতৃপক্ষ বা মালিকপক্ষের বেঁধে দেওয়া শর্ত মেনেই চালু করা হয়েছে হোসেনাবাদ আকিজ বিড়ি কারখানা। কারখানা খোলার পর ¯^স্তি ফিরেছে আকিজ বিড়ি কারখানায় কর্মরত ১০৫০ জন শ্রমিকের মাঝে।
২৬ জানুয়ারি মঙ্গলবার সকালে কারখানা খোলা হলে শ্রমিকরা কাজে যোগ দেয়। তবে কারাখানা কর্তৃপক্ষের বেঁধে দেওয়া পূর্বের শর্ত মেনে শ্রমিকরা কাজে যোগ দেয়। শর্তের মধ্যে রয়েছে একজন শ্রমিক ১০হাজারের বেশী বিড়ি বাঁধাই করতে পারবে না, সকালে নির্ধারিত সময়ের মধ্যেই কারাখানায় প্রবেশ করতে হবে, কারখানা কতৃপক্ষের রোষানলে পড়ে বাদ দেওয়া ১৯জন শ্রমিক কাজে যোগ দিতে পারবেনা এমন সব শর্ত সহ আকিজ বিড়ি কারখানা কতর্ৃৃপক্ষের বেঁধে দেওয়া বিভিন্ন শর্ত মেনে শ্রমিকরা কাজে যোগ দেয়।
এরআগে সোমবার কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. এ. সরওয়ার জাহান বাদশাহ্র নিদের্শে তার পিএস জিয়াউল কবির সুমন কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে কারখানা খোলা বা চালুর সিদ্ধান্ত হয়। পরে সোমবার সন্ধ্যায় কারখানা খোলার বিষয়টি মাইক যোগে প্রচার করা হয়।
গত ৯ জানুয়ারী সকালে কারখানায় প্রবেশের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার কয়েক মিনিট পর কয়েকজন শ্রমিক ঢোকার চেষ্টা করে। কারখানার নিরাপত্তা কর্মীরা বাধা দিলে উভয় প¶ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে কারখানার অপর ম্যানেজার আমিনুর রহমান পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সেখান থেকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ইট পাটকেল নি¶েপ শুরু করে। পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে কারখানার সমস্ত শ্রমিক কাজ বন্ধ করে হোসেনাবাদ বাজারে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের সাথে উপজেলার ফিলিপনগর কারখানার শ্রমিকরাও যোগ দেয়। সড়ক অবরোধের ফলে সবধরণের যান চলাচল বন্ধ হয়ে জনদূর্ভোগের সৃষ্টি হয়। পুলিশের গুলিতে হোসেনাবাদ গইড়িপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে শ্রমিক শিপলু পিঠে গুলিবিদ্ধ সহ ৫ শ্রমিক আহত হন। সেসময় দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে ৫দিন সময় নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এদিকে আকিজ বিড়ি কারখানা খোলার ফলে আকিজ বিড়ি কারখানার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ১০৫০জন শ্রমিক সহ এরসাথে জড়িত কর্মহীন হয়ে পড়া মানবেতর দিন যাপন করা প্রায় ৫ হাজার শ্রমিকের মাঝে ¯^স্থি ফিরেছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...