• আপডেট টাইম : 30/12/2020 04:38 AM
  • 788 বার পঠিত
  • তৌহিদুর রহমান
  • sramikawaz.com

মালিকদের এ ধরণের প্রস্তাবকে আমরা ঘৃণাভোরে প্রত্যাখান করছি। এবং তীব্র নিন্দা জানাচ্ছি। বৈশি^ক করোনা মহামারীর মধ্যে শ্রমিকরা যেখানে করোনা-মৃত্যু-ভয় সাথায় নিয়ে উৎপাদন অব্যাহত রেখেছেন, অর্থনীতিকে সচল রেখেছেন। মালিক এবং সরকারের উচিত ছিল শ্রমিকদের সেই অবদানকে ¯^ীকৃতি দিতে এবছর ৫ শতাংশ ইনক্রিমেন্টের পাশাপাশি ঝুকিভাতা দেওয়ার। শ্রমিকদের প্রেরণা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য এটা প্রয়োজন ছিল। কিন্তু তা না করে মালিকরা নিলো চাতুরির আশ্রয় নিয়ে শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করার পাঁয়তারা চালাচ্ছে। এটা কোনো ভাবেই মেনে নেবো না। সরকারও যদি মালিকদের এই প্রস্তাবে সম্মতি দেয় তাহলে শ্রমিকরা মেনে নেবে না।
আমরা মনে করি মালিকদের এই অপরিনাম প্রস্তাবের বিরুদ্ধে গর্জে উঠবে। কারণ তারা জীবনের ঝুকি নিয়ে এই করোনা মহামারীর মধ্যে কাজ করেছে। মালিকরা যদি এই ধরণের হটকারি সিন্ধান্ত নিতে বাধ্য করে এবং সরকারও যদি সায় দেয় তাহলে মানুষের কাছে শ্রমিক সম্পর্কে সরকারের খারাপ বার্তা যাবে। আর যদি পোশাক শিল্পের কোনো অস্থিরতা দেখা দেয় তাহলে সরকার ও মালিক পক্ষ সমানভাবে দায়ি থাকবে।
তৌহিদুর রহমান: সভাপতি, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...