শ্রমিকদের বেতন সর্বনিম্ন ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। একইসঙ্গে শ্রমিকদের চিকিৎসায় পৃথক হাসপাতাল প্রতিষ্ঠা ও কথায় কথায় ছাঁটাই বন্ধের দাবি জানান তিনি।
৮ সেপ্টেম্বর রোববার বিকেলে জয়পুরহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যাগে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন গোলাম রব্বানী। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত-আহত সব শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং এসব শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য স্লোগানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জয়পুরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলার শাখার প্রধান উপদেষ্টা ডা. ফজলুর রহমান সাঈদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।
ফেডারেশনের জেলা সেক্রেটারি আসলাম হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়া জেলার উপদেষ্টা আব্দুল আজিজ ও সরদার মোস্তাকিম, জেলা আইনজীবী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর কবির, জয়পুরহাট শহর উপদেষ্টা আনোয়ার হোসাইন, সদর উপদেষ্টা ইমরান হোসেন, জেলা সহ-সভাপতি আব্দুল হাদী ও শহিদুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।
সুত্র জাগো নিউজ