• আপডেট টাইম : 02/09/2024 04:56 PM
  • 173 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

 

 

গার্মেন্ট শ্রমিকদের ওপর হুমকি, ধামকি, হয়রানি বন্ধ করে অর্থবহ আলোচনার মাধ্যমে ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

২ সেপ্টেম্বর সোমবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন এ দাবি জানিয়েছেন।  

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মালিকরা অর্থের দাপটে রাষ্ট্র ও সমাজের একচেটিয়া ক্ষমতার কর্তাব্যক্তিত্বে পরিণত হয়ে দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের ওপর হত্যা, নির্যাতন, হদমননীতি চালিয়ে যাচ্ছে। গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ ডাটাবেইজ পদ্ধতিতে ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত এবং অধিকার সচেতন শ্রমিকদের তালিকা করে তাদেরকে কোনো কারখানায় চাকুরি করতে না দিয়ে কর্মের অধিকার খর্ব করেছে।


তারা বলেন, অনেক কারখানায় মালিকদের মধ্যেকার দ্বন্দ্বকে কেন্দ্র করে শ্রমিকদের উস্কানি দিচ্ছে। দীর্ঘদিন যাবৎ অত্যাচার-নির্যাতনের শিকার বিক্ষুব্ধ শ্রমিকরা যাতে আন্দোলন করতে না পারে, সেজন্য পুরুষ শ্রমিক নিয়োগ বন্ধ করে দিয়েছে।

আওয়ামী লীগের এমপি এবং নেতাদের মালিকানাধীন কারখানায় বেতন পরিশোধ না করায় শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছে উল্লেখ করে তারা বরেন, মালিকদের এহেন অপকৌশল এবং দমন-নির্যাতনের পথ পরিহার করে সুষ্ঠু শিল্প সম্পর্ক বজায় রাখা জরুরি।

এমতাবস্থায় সময়মতো মজুরি প্রদান এবং অর্থবহ আলোচনার মাধ্যমে ন্যায্য দাবি মেনে নিতে সরকার ও মালিকদের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

বার্তা: কাজী রুহুল আমিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...