• আপডেট টাইম : 31/08/2024 07:57 PM
  • 124 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

দৌলতপুর বিএনপি’র সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা গণ সংযোগ ও মত বিনিময় সভায় ব্যস্ত সময় পার করতে থাকেন। প্রতিদিনই তিনি বিভিন্ন এলাকায় বিএনপি দলীয় আঞ্চলিক অফিস উদ্বোধনসহ দলীয় নানা কর্মসূচীতে অংশ নিচ্ছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি দলীয় প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়ার জন্য দৌলতপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তাঁর পক্ষে নির্বাচনের মাঠে কাজও শুরু করেছেন। তারাগনিয়া ফুটবল মাঠে বিশাল শান্তি সমাবেশ করে দৌলতপুর বিএনপি’র কান্ডারী ও আপসহীন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতও করেছেন।
তারাগুনিয়া থানামোড়ে দৌলতপুর বিএনপি দলীয় কার্যালয় উদ্ধোধন করে সেখানে তিনি নিয়মিত বসছেন এবং দৌলতপুরের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও তাদের সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধান করেছন।

শেখ হাসিনা সরকারের অবসানের পর দৌলতপুর বিএনপি’র নেতা-কর্মীরা দীর্ঘ ১৬ বছর পর হাসিনা সরকারের পতন হলে তাদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরেছে। সেইসাথে মুক্ত ও ¯^াধীন হয়ে দলীয় কর্মকান্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তারা।

৩১ আগস্ট শনিবার সকালে স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক ¯^াক্ষাতকারে দৌলতপুর বিএনপি’র সভাপতি ও বিএনপি দলীয় সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, গত ৫ আগষ্টের পূর্বে সারা বায়লাদেশে যেমন অনাচার অত্যাচার বিগত সরকার করেছে, আমার থানাতেও তেমন ঘটনা ঘটেছে। তারা আমাদের দলের নেতা-কর্মীদের নামে ৩৯টি মামলা দিয়েছে সেসব মামলার ১৬০০ আসামি।

এসব মামলায় আমি নিজেও জেল খেটেছি, আমার দলের নেতা-কর্মীরাও জেল খেটেছ্।ে আমাদের নেতা-কর্মীদের জমি জমা ও হাটবাজার জোর করে দখল করে নিয়েছে। তারা হত্যাকান্ড ঘটিয়েছে থানা মামলাও নেয়নি। করেছে চাঁদাবাজি। ৫ আগষ্ট ছাত্র-গণঅভ্যুত্থানের পর দৌলতপুরে যাতে আইন শৃক্সখলার অবনতি না ঘটে, আমাদের নেতা-কর্মীরা না ঘটায় তা শক্তভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

তিনি বলেন, আমার দলের লোকসহ যারা আইন শৃক্সখলার অবনতি ঘটাবে তাদের নামে মামলা দিয়ে আইন শৃক্সখলা বাহিনীর হাতে সোপর্দ করারও নিদের্শনা দেন তিনি। এসময় বিএনপি দলীয় স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...