সরকার পরিবর্তনে নানা মহলেই পরিবর্তন হচ্ছে। পরিচালনায় আসছে নতুন মুখ। বিদায় হচ্ছে পুরাতনরা। বিজিএমইএ এর কমিটিকে ভেঙ্গে দিয়ে এই সুযোগ নিতে হৈ চৈ করলো গার্মেন্ট মালিকদের ছোট একটি অংশ। তারা চায় বিজিএমইএ-এর এই কমিটি ভেঙ্গে দেওয়া হোক।
তারা বর্তমান পরিচালনা পর্ষদের ওপর অনাস্থা জানিয়ে স্মারকলিপি।
তারা স্মারকলিপি দিয়ে কমিটি ভেঙে দিতে বর্তমান পর্ষদকে চাপ দেয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনায় বেশ হট্টগোল হয়েছে।
৭ আগস্ট বুধবার বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সাধারণ সদস্যদের ব্যানারে সংগঠনটির নির্বাচনকেন্দ্রিক জোট ফোরামের নেতা–কর্মীরাই মূলত স্মারকলিপি দেন।
পুরো প্রক্রিয়ার নেতৃত্ব দেন গত মার্চে অনুষ্ঠিত বিজিএমইএর নির্বাচনে ফোরামের দলনেতা ফয়সাল সামাদ ও ওয়েগা নিটেক্সের চেয়ারম্যান মেসবাহ উদ্দিন আলী।