• আপডেট টাইম : 14/07/2024 05:07 PM
  • 47 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া রহমতপুর মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে মো. আশরাফুল ইসলাম ২৮নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৪ রোববার ১৪ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


আশরাফুলের সহকর্মী মোত্তাকিন বলেন, সকালে কোনাপাড়ার রহমতপুর মোড় এলাকার একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় ঢালাইয়ের সময় বিদ্যুতের প্রধান তারের সঙ্গে জড়িয়ে যায় আশরাফুল। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন তলা থেকে নিচে পড়ে যান আশরাফুল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশরাফুল কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধনিয়া ঘর গ্রামের দুলাল মিয়ার সন্তান। যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় ভাড়া থাকতেন তিনি।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...