• আপডেট টাইম : 09/07/2024 10:40 AM
  • 102 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, বরিশাল
  • sramikawaz.com

দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখাসহ ১১ দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

৮ জুলাই সোমবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমন্বয় পরিষদের সভাপতি এস এম জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন–সংগঠনের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সিনিয়র সহসভাপতি মোসলেম সিকদার, সহসভাপতি মো. আলাউদ্দিন মোল্লা, শেখ আবুল হাশেম, যুগ্ম সম্পাদক বাবুল মীর, সহ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জালাল মিয়া প্রমুখ।

দাবিগুলো হলো-ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, নিয়োগ পত্র, সার্ভিস বই, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, পূর্ণাঙ্গ উৎসব বোনাস, সাপ্তাহিক ও অন্যান্য ছুটি, নারী শ্রমিকদের বেতনসহ ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি প্রদান, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিক–কর্মচারীদের আইন অনুযায়ী মাসের ৭ তারিখের মধ্যে বেতন প্রদান, শ্রমজীবী মানুষদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রেশনের মাধ্যমে প্রদান ও প্রিমিয়ামবিহীন পেনশন সুবিধা।

শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...