• আপডেট টাইম : 06/02/2023 01:40 AM
  • 223 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় অটোভ্যানে থাকা তিন গাছ কাটা শ্রমিক নিহত হয়েছেন। সোমবার ৬ ফেব্রুয়ারি সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন- সিংড়া উপজেলার কলম পুন্ডুরীর নজরপুর গ্রামের রহিম আলী (৪৫), বিদ্যুৎ আলী (৩২) এবং কাঁচু আলী (৫০)।

ওসি মিজানুর রহমান বলেন, আজ সকালে সিংড়া পুন্ডুরী গ্রাম থেকে গাছ কাটার কাজে পাঁচজন শ্রমিক অটোভ্যানযোগে চৌগ্রামে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোভ্যানটি নাটোর-বগুড়া মহাসড়কের বাসুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রহিম আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হন চারজন। পরে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা অবনতি হলে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বিদ্যুৎ আলী (৩২) এবং কাঁচু আলীর (৫০) মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...