• আপডেট টাইম : 24/11/2022 12:33 AM
  • 306 বার পঠিত
  • মোঃ মানিক হোসেন
  • sramikawaz.com

ভয়াবহ অগ্নিকান্ডের পর বিভিন্ন মহল থেকে আশ্বাস এলেও নিহত তাজরীন শ্রমিকদের অসহায় পরিবারের পাশে দাঁড়াতে কেউ এগিয়ে আসেনি বলে দাবি করেছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

আজ ২৪ নভেম্বর ২০২২ইং বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডের ১০ম বার্ষিকীতে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন।

নেতৃবৃন্দ বলেন, “২০১২ সালের ২৪শে নভেম্বর তাজরিন ফ্যাশন লিঃ এর ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নিহত হয়েছিলো ১১৩ জন শ্রমিক—কর্মচারী এবং আহত হয়েছিল প্রায় দুই শতাধিক শ্রমিক। দুর্ঘটনার পর থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন মহল থেকে হাজারো আশ্বাস দেওয়া হলেও নিহত—আহত শ্রমিকদের অসহায় পরিবারের পাশে সেভাবে কাউকে দাঁড়াতে দেখা যায়নি। তাজরিন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা বিভিন্ন সময় জাতীয় প্রেসক্লাবের সামনে ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করলেও তাদের দাবি—দাওয়া নিয়ে সরকারের কোন পদক্ষেপ আমরা দেখতে পাইনি।”

তাঁরা বলেন, “অবিলম্বে মালিক দেলোয়ার হোসেনসহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি নিহত শ্রমিকদের পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান ও আহত শ্রমিকদের দীর্ঘ মেয়াদী চিকিৎসাসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...