• আপডেট টাইম : 18/09/2022 11:06 PM
  • 304 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি গ্রামের আব্দুর রাজ্জাক (৫৫) নামে ভূমি অফিস সহকারী হত্যা মামলার প্রধান আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হলেন, কুমারখালী উপজেলার কোমরকান্দী গ্রামের মৃত আকরাম বিশ্বাসের ছেলে শহিদুুল বিশ্বাস (৪৭), একই গ্রামের মৃত আকবর শেখের ছেলে ছদ্দিন (৪০) ও নাচেন জোয়ার্দ্দারের ছেলে রাশেদ জোয়ার্দ্দার (৩৫)।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১২ কুষ্টিয়া কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান। শনিবার রাতে ঢাকার দক্ষিণখানা এলাকা হতে আসামীদের গ্রেফতার করা হয়।
কোম্পানি কমান্ডার জানান, ২০২২ সালের ০৯ সেপ্টেম্বর সকাল ৮.০০ টার সময় ভূমি অফিসের অফিস সহকারী একজন সন্দেহভাজন চোরকে আশ্রয় পরে পুলিশের নিকট সোপর্দ করায় বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্যদের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে পরদিন অফিস সহকারী আব্দুর রাজ্জাক কোমরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে চা খেতে গেলে রাগাšি^ত আসামীরা তার উপর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় কুমারখালী থানায় নিহতের স্ত্রী রেবেকা বেগম বাদী হয়ে আসামীদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...