• আপডেট টাইম : 02/09/2022 11:32 PM
  • 306 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন একটি বেসরকারি কোম্পানির সাত শ্রমিক। গত সাত মাস ধরে বেতন না পাওয়ার হতাশায় তারা আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দরে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পুলিশ জানায়, এই সাত শ্রমিক কারখানার মধ্যেই বিষপান করেন। এরপর তাদের উদ্ধার করে সরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত।

শ্রমিকরা অভিযোগ করেন, তারা নিয়মিত বেতন পান না। গত সাত মাস ধরে এই অবস্থা চলছে। এর মধ্যে আবার বেতন না দিয়েই কারখানার অন্য একটি শাখায় বদলি করা হয়েছে তাদের।

ঘটনা প্রসঙ্গে অনিল নিগম নামে ওই কারখানার এক কর্মী বলেন, গত কয়েক মাস ধরে আমাদের বেতন দেওয়া হচ্ছে না। সে কারণেই আমাদের বন্ধুরা বিষ খেয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা অজয় সিংহ কুশওয়াহা বলেন, এই শ্রমিকরা যে কারখানায় কাজ করেন সেখানে মডিউলার রান্নাঘরের কাঁচামাল উৎপাদন করা হয়। সম্প্রতি মুম্বাইয়ের বনগঙ্গায় কারখানার অন্য একটি শাখায় বদলি করা হয় শ্রমিকদের। তবে গোটা বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...