• আপডেট টাইম : 13/06/2022 12:33 AM
  • 314 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে কর্মরত ৫১১ জন কর্মকর্তা-কর্মচারীকে মে মাসের বেতন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪০ জন কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন।

সোমবার (১৩ জুন) দুপুরের পর থেকে বিএম ডিপো কর্তৃপক্ষের লোকজন গিয়ে মে মাসের বেতন-ভাতার সমুদয় অর্থ প্রদান করেন। নিহত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের কাছেও বেতনের টাকা পাঠানো হচ্ছে বলে জানায় ডিপো কর্তৃপক্ষ।

প্রতি মাসের ৫ তারিখ ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতন পেলেও গত ৪ জুন দুর্ঘটনার কারণে মে মাসের বেতন প্রদানে বিলম্ব হয়।

জানা গেছে, অন্যান্য আহত রোগীদের পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৯ জন, ঢাকায় ১৩ জন ও বেসরকারি হাসপাতালে আটজন কর্মকর্তা-কর্মচারী চিকিৎসাধীন। ডিপোতে দুর্ঘটনার কারণে সময়মতো তাদের মে মাসের বেতন দিতে পারেনি ডিপো কর্তৃপক্ষ। আজ বেতন পেলেন তারা।

চমেক হাসপাতালের ২০নং ওয়ার্ডে চিকিৎসাধীন আরএসটি অপারেটর সালাহউদ্দিন বলেন, ঘটনার পর থেকে মালিকপক্ষ আমাদের পাশে আছে। চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখার পাশাপাশি খরচ দিয়েছে। এখন বেতনের টাকা হাসপাতালে পৌঁছে দেওয়ায় অনেক উপকার হলো। বিপদের সময় বেতনের টাকা অনেক কাজে আসবে।

পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রিপোর্টিং সুপারভাইজার মনির হোসাইন বলেন, বিএম ডিপোর মালিকপক্ষ বেতনের টাকা পাঠিয়েছে। বিপদের সময় টাকা পেয়ে উপকার হলো। আমরা মালিকের প্রতি কৃতজ্ঞ।

বিএম ডিপোর পরিচালক মুজিবুর রহমান বলেন, আগুনে অফিসিয়াল কাগজপত্র নষ্ট হওয়ায় নির্ধারিত সময়ে বেতন দিতে পারিনি। যেসব- কর্মকর্তা-কর্মচারী আহতাবস্থায় হাসপাতালে আছেন তাদের হাসপাতালে এবং যারা সুস্থ আছেন, তাদের ডিপোতে গিয়ে বেতন দেওয়া হয়েছে।

তিনি বলেন, সোমবার মোট ৫১১ জনের বেতন-ভাতা পরিশোধ করেছি। এরপরও কেউ বাদ পড়েন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেতন পৌঁছে দেওয়া হবে। এই বিপদের সময় আমাদের অন্যান্য প্রতিষ্ঠানেও যথাসময়ে বেতন দেওয়া হয়েছে। আপদকালেও বিএম ডিপোতে কর্মরতরা সবাই বেতন পাবেন বলেও জানান তিনি।

গত ৪ জুন (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। রাত ১০টার পর আগুনের খবর ছড়িয়ে পড়ে। ১২টার পর থেকে আসতে থাকে মৃত্যু খবর। সময় যত গড়াতে থাকে, মৃতের সংখ্যাও তত বাড়তে থাকে।

এ দুর্ঘটনায় সবশেষ ৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৯ জনের মধ্যে ২৯ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ২৭ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে এখনো ৯৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, আগ্রাবাদ মা-শিশু হাসপাতাল, পার্কভিউ হসপিটালসহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও ভর্তি অনেকে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...