• আপডেট টাইম : 06/06/2022 11:57 PM
  • 335 বার পঠিত
  • আহসান হাবিব বুলবুল
  • sramikawaz.com

স্কপ যুগ্ম সমš^য়ক আহসান হাবিব বুলবুল, স্কপ নেতা সাইফুজ্জামান বাদশা, খলিলুর রহমান, প্রকাশ দত্ত, খালেকুজ্জামান লিপন ও আনোয়র হোসেন আজ দুপুর ১২টায় সীতাকুন্ডে বি.এম কন্টেইনার ডিপোতে আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিক্যেল কলেজে শেখ হাসিনা বার্ন ইউনিট পরিদর্শন করেন। পরিদর্শন কালে নেতৃবৃন্দ ¯^াস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা: আহমেদুল কবির এবং বার্ন ইউনিটের পরিচালক ডা: আবুল কালাম রোগিদের বর্তমান অবস্থা সম্পর্কে নেতৃবৃন্দ কে অবহিত করেন। নেতৃবৃন্দ জানতে পারেন, ঢাকা মেডিক্যেলে চিকিসাধীন ১৫ জন রোগির মধ্যে ৫ জনের অবস্থা ঝুঁকিপূর্ণ। নেতৃবৃন্দ, চিকিৎসকগণকে ধন্যবাদ জানান এবং শ্রমিকের কাছে সমাজের দায়ের কথা স্মরণ করিয়ে দেন। পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বলেন, কেমিক্যাল মজুদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা আয়োজন কে ফাঁকি দিতে ডিপোর মালিক কর্তৃপক্ষ তথ্য গোপন করেছিল। ফলে এই ঘটনায় প্রতিটি মৃত্যুই হত্যা সমতুল্য এবং এর প্রধান দায় মালিক কর্তৃপক্ষের উপর বর্তায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...