• আপডেট টাইম : 13/11/2021 11:10 PM
  • 829 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

বিষাদসিন্ধু, জমিদার দর্পণসহ অসংখ্য কালজয়ী উপন্যাসের রচয়িতা কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৪তম জন্ম বার্ষিকী আজ। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে বাংলা সাহিত্যের অন্যতম এ প্রাণ পুরুষের জন্ম হয়। তবে আজ সেখানে তার স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়ায় দুষ্কর। অথচ মীর মশাররফ হোসেনের নাড়ি এখানকার মাটিতে পোঁতা রয়েছে।
মীর মশাররফ হোসেন তার জীবনের অধিকাংশ সময়ই কাটিয়েছেন কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে। তবে তার বাস্তুভিটায় ঘর-বাড়ির কোন অস্তিত্ব নেই। এখানে আছে প্রথম স্ত্রী আজিজন নেসার কবর এবং মীরের নামে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয়। মীরের ব্যবহৃত আসবাবপত্র রয়েছে তার বাস্তুভিটার পাশেই অবস্থিত মীর মোশাররফ জাদুঘরে। কালজয়ী উপন্যাসিক মীর মশাররফ হোসেনকে আধুনিক সাহিত্য জগতে যেমন সমাদৃত করেছে তেমনি তাঁর সাহিত্যকর্ম তৎকালীন ভারতবর্ষে সাহিত্য বোদ্ধাদের সাংঘাতিকভাবে আলোড়িত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...